You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of February #2| Do you believe behind every successful man, there is a woman?

in Incredible India20 hours ago

আপনার সাথে আমিও সহমত পোষণ করছি। একজন সফল মানুষের পেছনে একজন নারীর ভূমিকা অপরিসীম। ছোটবেলা থেকেই তো আমরা একজন মায়ের কাছ থেকে নিজেদের প্রথম শিক্ষাটা পেয়ে থাকি। তাই আমার মনে হয় সফলতার প্রথম ধাপ একজন নারীর মাধ্যমেই প্রথম আমরা অতিক্রম করতে পারি, সেটা একটা মেয়ে হোক কিংবা একটা ছেলে।

যত হোক না কেন প্রতিটা মানুষের পেছনে একজন নারীর অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। অনেকেই হয়তো বা দ্বিমত পোষণ করতে পারে। তবে আমি আপনার সাথে সহমত পোষণ করছি আপনি আপনাদের ওয়ার্ড কাউন্সিলর সফল মহিলার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। তার যোগ্যতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। এখানে দ্বিমত পোষণ করার কোন জায়গা নেই।

এটা আপনি ঠিক বলেছেন বহু বছর আগে থেকেই অনেকেই বুঝতে পেরে গেছে, এই পৃথিবী তথা এই সমাজকে উন্নত করার জন্য দুই জনের ভূমিকা অপরিসীম। এজন্যই হয়তোবা কেউ একজন বলেছিল আমার নাম মনে নেই, এ পৃথিবীতে যতটুকু উন্নত হয়েছে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ যত কিছুই আজ পর্যন্ত এই সমাজ কিংবা এই দেশে উন্নতি হয়েছে। সবটাই কিন্তু নারী এবং পুরুষের অবদান। অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84310.81
ETH 2218.39
USDT 1.00
SBD 0.65