RE: ছদ্মবেশী! (Duel personality!)
বর্তমান সময়ে আসলে এই ধরনের মানুষ অনেক বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমরা যদি আমাদের পরিবারের কথা বলি। আমরা প্রতিনিয়ত যাদেরকে রান্না করে খাওয়াই বা তাদের পাশাপাশি থাকি। তাদেরকে সাহায্য করি শুধুমাত্র কোন একদিন আপনার সমস্যার কারণে আপনি কোন একটা কাজ করতে পারেননি। তখনই কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে আসে।
আমার মনে হয় আমি সামনে যেমন পেছনেও ঠিক একই রকম থাকা উচিত। একই মানুষের দুইটা রূপ অনেকবার দেখেছি কিন্তু সেটা দেখে আমি অবাক হয়েছি। অবাক হওয়ার বর্তমান সময়ে কিছুই নেই, মানুষ নিজের রূপ পরিবর্তন করতে অনেক বেশি পারদর্শী।
এই ধরনের মানুষ বর্তমান সময়ে অনেক বেশি দেখা যায় নিজের পরিবারের মানুষগুলোকেই ঠিকমতো এখন চেনা যায় না। একটু পরিবর্তন হলেই দেখা যায় তাদের মুখ ভার করা অনেক কথা শুনতে হয়। আসলে মানুষ স্বার্থের কারণেই ভালোবাসে স্বার্থ শেষ আপনাকে ভুলে যাবে।
সেই এখন তো সম্পর্ক শুধু হিসেবের! লাভ লোকসান মেপে একে অন্যের পাশে দাঁড়ায়!
দিতে পারলে ভালো নইলে কালো!
তবে, তাতে বিশেষ কিছু যায় আসে না, কারণ একজন অন্তরালে বসে কোনটা সাদা আর কোনটা কালো কার মনে চলছে পড়তে সক্ষম।