You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞতা

in Incredible India5 days ago

বর্তমান সময়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেক বেশি অনীহা প্রকাশ করে আপনি প্রতিনিয়ত একটা মানুষের উপকার করতে করতে যখন একটা সময় আপনার নিজের কোন কাজের সমস্যা দেখা দিবে বা আপনি তার উপকার করতে পারছেন না তখনই কিন্তু আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন।

বর্তমান সমাজ এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছে গেছে যে মানুষ শুধুমাত্র স্বার্থের কারণে আমাদের কাছে আসে যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আপনার পরিবার কিংবা আপনার প্রিয় মানুষ সবাই কিন্তু আপনাকে অবহেলা শুরু করে যতদিন প্রয়োজন ততদিন আপনি তাদের প্রিয়জন যখন প্রয়োজন শেষ তখন আপনাকে তাদের আর প্রয়োজন হয় না।

অকৃতজ্ঞ মানুষগুলোকে কখনোই উপকার করা উচিত নয় কারণ তারা উপকার করার কথা মনে রাখেনা আপনি কোন দিন তার উপকার করতে পারেননি সেই কথাটা কিন্তু তারা খুব ভালো মনে রাখে অসংখ্য ধন্যবাদ উপর উপরোক্ত বিষয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 5 days ago 

আমি ঠিক বলেছেন বর্তমান সময়ে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকটাই অনীহার হয়ে গেছে, তবে কৃতজ্ঞতা প্রকাশ করা একটি মহৎ গুণ এতে করে সামনের জন খুবই খুশি হয় যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ না করলে অনেক সময়ই দ্বিতীয়বার ওই মানুষরা আর পাশে থাকে না। তাই ছোট ছোট কাজেরও কৃতজ্ঞতা প্রকাশ অন্তত ধন্যবাদ টুকু জানানো উচিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং খুব সুন্দর একটা মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 100304.87
ETH 3121.48
SBD 3.72