You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||07 January 2025

in Incredible India12 days ago

আসলে আমরা পুরুষ মানুষের কষ্টটাকে যতটা গুরুত্বসহকারে দেখি তারা যদি একটা মেয়ের কষ্টটাকে ঠিক ততটাই গুরুত্ব দিত তাহলে হয়তো বা সংসার জীবনটা আরো বেশি সুন্দর হতো কিন্তু তারপরেও বলবো আপনার হাসবেন্ড আপনার অনেক টেক কেয়ার করে যেটা আপনার বিভিন্ন ধরনের লেখার মধ্যে আমরা কিছুটা হলেও বুঝতে পারি।

শীতের দিন টা একটু দ্রুতভাবেই কেটে যায় তবে শীতের দিনে এমন টাটকা মাছ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমাদের এখানে আসলে বাজারে যাওয়ার মত কেউ থাকে না সকালবেলা যার কারণে আমরা সকালের টাটকা মাছ উপভোগ করতে পারি না চিংড়ি মাছ ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে।

ছোট বাচ্চাদের আবদার সেটা বাবা হোক কিংবা মা অথবা দাদা-দাদী নানা নানু সবাই রাখার চেষ্টা করে আপনার মেয়ের জুতা লাগবে সেজন্য তার দাদা আবার তার জন্য জুতা নিয়ে আসলো ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43