You are viewing a single comment's thread from:

RE: The January Contest#1 by sduttaskitchen| Me and my city!

in Incredible India18 days ago

আসলে আমাদের ছোটবেলায় আমরা কোন বাধা বিপত্তি ছাড়াই নিজেদের জীবনটাকে উপভোগ করেছি। আমাদের ছোটবেলার কথা চিন্তা করতে গেলে বর্তমান সময় অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি সেগুলো খোঁজার চেষ্টা করা হয়, তাহলে সেগুলো একেবারেই নেই বললেই চলে।

কবি যদিও সারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আপনি আপনার মত করে আপনার গ্রামটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। গ্রামীণ জীবন যাপন অনেকটাই সুন্দর তবে তার মধ্যেও এসেছে নানা ধরনের পরিবর্তন। অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 17 days ago 

আমি জানিনা আপনি সহমত পোষণ করবেন কিনা, তবে আমার মনে হয় আমাদের ছোটবেলায় বাধা নিষেধ আরো অনেক বেশি ছিল, বরং আজকালকার ছেলে মেয়েরা অনেক বেশি স্বাধীনচেতা। তবে হ্যাঁ আমাদের ছোটবেলায় যা ছিল তা হল নিষ্পাপ মন, সকলে একত্রিত হয়ে খেলার মানসিকতা, সেখানে হিংসার কোনো জায়গা ছিল না। তবে আজকালকার দিনে শহরে বেড়ে ওঠা বাচ্চাগুলো বড্ড বেশি আত্মকেন্দ্রিক, তাই সহজেই তারা সকলের সাথে মিশতে পারে না। এই পার্থক্যের কারণেই আমাদেরকে অনেক বেশি স্বাধীন আর আজকালকার বাচ্চাদেরকে পরাধীন মনে হয়। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এতো সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.039
BTC 105445.10
ETH 3400.56
SBD 4.66