আমাদের সবার জন্য মৃত্যু অনিবার্য হয়তোবা কেউ আগে আর কেউ পড়ে এ পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। আসলে আমাদের মেয়েদের সবচাইতে ভালো লাগার এবং ভালোবাসার একটা জায়গা হচ্ছে বাবা উর্মির বাবা তাকে ছেড়ে চলে গেছে কিন্তু সে তার বাবার প্রতিটা ইচ্ছে পূরণ করার চেষ্টায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছে।
যেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা কাবিন নামে হাজার টাকা নয় বরংচ লাখ লাখ টাকা দাবি করে সেখানে উর্মি শুধুমাত্র এক হাজার টাকার বই তার কাবিন নামায় দাবি করেছে এখান থেকেই বোঝা যায় সে তার বাবাকে কতটা ভালোবাসে।
দোয়া করি তার বাবা যেন পরকালে সর্বদা ভালো থাকে এবং সে বর্তমান সময়ে যেখানে আছে তার স্বামী সন্তান এবং পরিবার নিয়ে যেন সুখে থাকে ধন্যবাদ উপরুক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
আসলেই আপু আপনি ঠিক কথা বলেছেন উর্মি হলো আমাদের অনুপ্রেরণা। উর্মি তার বাবার ইচ্ছ যেভাবে পূরণ করেছে আমাদের সকলের উচিত এই ভবে আমাদের বাবা মার উচ্ছা পূরণ করা। কেননা তারাই আমাদের জীবনের সব কিছু।