You are viewing a single comment's thread from:

RE: "নিজের অজান্তে আরো একটা দিন হারিয়ে ফেললাম... জীবন থেকে

in Incredible India5 months ago

বৃষ্টির দিনে ভালো লাগে কিন্তু কাজ করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়তে হয়। তারপরেও কিছুই করার থাকে না চেষ্টা করে একটু একটু করে সমস্ত কাজ সম্পন্ন করতে হয়। আসলে মা বাবা অসুস্থ থাকলে সন্তানের মন কখনোই ভালো থাকে না। আমি যখন জানতে পেরেছি আমার মা এখনো সুস্থ হয়নি, তখন এত পরিমানে খারাপ লেগেছে কি আর বলবো। দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, জানিনা কবে বাংলাদেশের মানুষ একটু স্বস্তি নিয়ে বসবাস করতে পারবে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 5 months ago 

অনেক সময় পাইলেও আমরা অনেক কিছু করতে পারি না বৃষ্টির সময় কাজ করতে আসলেই অসুবিধা হয় বিশেষ করে মেয়েদের।। এটা একদম সঠিক বাবা মা অসুস্থ থাকলে সন্তানও ভালো থাকতে পারে না।।

 4 months ago 

গরমের সময় আমাদের সমস্যা বৃষ্টির সময় সমস্যা। আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে মহা বিপদে আছে। সবকিছুই আমাদের অসুবিধা। তবে আমার কাছে মনে হয় বৃষ্টি হলে বেশ ভালই হয়। অন্ততপক্ষে পরিবেশ ঠান্ডা থাকে কাজ করতে একটু সমস্যা হলেও শরীর অন্ততপক্ষে ভালো থাকে। আসলে বাবা মা আত্মীয়-স্বজন যে কেউ অসুস্থ হলে প্রত্যেকটা সন্তান পাগলের মত হয়ে যায়। সেদিন আমিও হয়েছিলাম।

 4 months ago 

পৃথিবীতে বেঁচে থাকতে হলে সব কিছুর প্রয়োজন হয় শুধু বৃষ্টি আর গরম হবে এরকম তা না আর সবসময় আমার‌ যা চাইবো তাই হবে এরকমটা ভাবা বোকামি।।

 4 months ago 

আমি তো মনে করি আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করে থাকেন। কিন্তু আমরাই সেটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি না। অতিরিক্ত বৃষ্টি হলে বলি আল্লাহ এবার রৌদ দাও আবার রোদ হলে বলি এবার বৃষ্টি দাও। এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে আমার কাছে মনে হয় যাই হচ্ছে অবশ্যই শুকরিয়া আদায় করুন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.034
BTC 89179.04
ETH 3123.84
USDT 1.00
SBD 2.74