"নিজের অজান্তে আরো একটা দিন হারিয়ে ফেললাম... জীবন থেকে

in Incredible India4 months ago
Picsart_24-06-30_08-24-04-887.jpg

সকাল থেকে প্রচন্ড বৃষ্টি তার উপর এই কয়েক দিন বাসায় মেহমান ছিল ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে। সকাল সকাল এই কাজ গুলো সম্পন্ন করে রান্নাবান্না করার চিন্তা মাথায় নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই বৃষ্টি আরো জোরে শুরু হল, তবে কিছুই করার ছিল না।পেট যখন আল্লাহ দিয়েছেন রান্নাবান্না তো করতেই হবে।

IMG_20240629_082228_458.jpg

মোটামুটি বলা যায় বৃষ্টির মধ্যে রান্নাটা শেষ করলাম। ঘরে আসা যাওয়া করতে করতে আমার শরীর একেবারেই ভিজে একাকার। রান্নাটা শেষ করে জামা কাপড় পাল্টে নিলাম। এরপর ঘরে এসে কিছুক্ষণ কমেন্ট করলাম। খেয়াল করি নি আমি ঘরে আশার অনেক আগেই মা অনেক গুলো কল দিয়ে রেখেছেন। আমি আশার পর আবার কল দিল।কল রিসিভ করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি হয়েছে।

ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেকটা ভয় পেয়ে গেলাম। আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। কান্না করতে করতে বললো আমার শরীর এর অবস্থান তেমন ভালো নয়। আমাকে কি তুই ডাক্তার দেখাতে নিয়ে যাবি না। এটা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি ওই বাড়িতে থাকাকালীন সময়ে দেখেছি মায়ের জ্বর অনেক ঔষধ খাওয়ার পর ও কমে নাই।

IMG_20240629_082413_653.jpg

তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি বড় ডাক্তার দেখিয়ে ঔষধ নিব।তাই তাড়াতাড়ি করে ছোট ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।মা কে কল করলাম আর উনি যেন গাড়ি নিয়ে চাটখিল হসপিটালে সামনে গিয়ে পৌঁছায় আমিও আর দেরি না করে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা হসপিটালে রেখেছে তবে আলহামদুলিল্লাহ কম ছিল তাই আমাদের সিরিয়াল খুব হয়ে গিয়েছিল।

IMG_20240629_082416_401.jpg

ডাক্তার বেশ কিছু পরীক্ষা দিয়েছিল সেগুলো করাতেই আমাদের প্রায় দুই ঘন্টা সময় লেগে গেল এরপর রক্ত পরীক্ষা করার জন্য আরেকটা হসপিটালে পাঠানো হয়েছিল সেখানে গিয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। মায়ের শরীরটা এমনিতেই তেমন একটা ভালো নেই এই হাসপাতাল ওই হাসপাতাল দৌড়াদৌড়ি করতে উনার শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে গেল।

IMG_20240629_082418_782.jpg

তবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিপোর্ট ভালো ছিল সেজন্য অবশ্যই শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে। এরপর সমস্ত ঔষধ নেয়ার জন্য একটা দোকানে ঢুকলাম সব ঔষধ নিয়ে চলে আসলাম গ্যাস এর চুলার দোকানে। আমি আমার বাসার জন্য একটা চুলা নিব আমার বাসায় যেটা আছে ওটা একটু সমস্যা করছে।

IMG_20240629_082420_987.jpg

যাইহোক একটা চুলা পছন্দ করলাম। এরপর দাম জিজ্ঞেস করলাম উনার বলল ২৫০০ টাকা একদাম আমি বলেছিলাম কিছু কম রাখা যায় না। বললেন না এই চুলার দাম এমনি তাই আর কিছু না বলে চুলা চেক করে নিলাম। এরপর টাকা পরিশোধ করে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে এসে মা কে একটা গাড়িতে উঠিয়ে দিলাম।আর সাথে একটা ইলিশ মাছ কিনে দিলাম। উনার নাকি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে।

আমি আম নিলাম উনাকে ও কিনে দিলাম তারপর উনাকে বাড়িতে পাঠিয়ে দিলাম আমি ও আমার বাড়িতে চালে আসলাম। আজকের দিনটা এইভাবে কেটে যাবে চিন্তা ও করিনি। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

বৃষ্টিতে ভিজে গেছেন রান্না করতে গিয়ে। যাদের রান্নাঘর একটু দূরে তাদের বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়। আপনার আম্মু অসুস্থ শুনে খারাপ লাগলো। দোয়া করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে যান। পরিবারের কেউ অসুস্থ হলে মন ভালো থাকে না।
সবকিছুর দামই দিন দিন বেড়ে যাচ্ছে। এ সকল চুলার দাম আগে ২০০০ এর নিচে ছিল। মা কে ইলিশ মাছ কিনে দিয়ে খুব ভালো কাজ করেছেন। এ বিষয়টা আমার খুব ভালো লাগে। ছোটবেলায় বাবা-মা আমাদের আবদার মেটাতেন। বড় হয়ে সব সন্তানের সেরকম তৌফিক হওয়া উচিত যাতে সে তার পিতা-মাতার আবদার মেটাতে পারে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ।

 4 months ago 

এটা একদমই ঠিক বলেছেন যাদের রান্নাঘর একটু দূরে, তাদেরকে রান্না করতে গিয়ে একেবারে ভিজে যেতে হয়। আমি চেষ্টা করি সর্বদাই আমার মায়ের ইচ্ছে গুলো পূরণ করার জন্য। কারণ আমি ছোটবেলা থেকেই রেখে এসেছি আমার মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। এখন যদি মা কোন আবদার করে সেই আবদার কখন পূরণ করব, সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

ঈদের পরে থেকেই বৃষ্টি শুরু হয়েছে মাঝে ১-২ দিন থামলেও আবারও শুরু হয়ে গেছে।। বৃষ্টির দিনে একটু অসুবিধা বেশি হয় রান্না করা থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে।। শুনে খারাপ লাগলো আপনার মা অসুস্থ, আর মা অসুস্থ থাকলে প্রতিটি সন্তানের মন সবসময় খারাপ থাকে।। বর্তমান সময়ে যেকোনো জিনিসের মূল্য অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে তাই কিছু করার থাকে না যে মূলেই থাক না কেন প্রয়োজনের জিনিস নিতেই হয়।।

 4 months ago 

বৃষ্টির দিনে ভালো লাগে কিন্তু কাজ করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়তে হয়। তারপরেও কিছুই করার থাকে না চেষ্টা করে একটু একটু করে সমস্ত কাজ সম্পন্ন করতে হয়। আসলে মা বাবা অসুস্থ থাকলে সন্তানের মন কখনোই ভালো থাকে না। আমি যখন জানতে পেরেছি আমার মা এখনো সুস্থ হয়নি, তখন এত পরিমানে খারাপ লেগেছে কি আর বলবো। দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, জানিনা কবে বাংলাদেশের মানুষ একটু স্বস্তি নিয়ে বসবাস করতে পারবে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

অনেক সময় পাইলেও আমরা অনেক কিছু করতে পারি না বৃষ্টির সময় কাজ করতে আসলেই অসুবিধা হয় বিশেষ করে মেয়েদের।। এটা একদম সঠিক বাবা মা অসুস্থ থাকলে সন্তানও ভালো থাকতে পারে না।।

 4 months ago 

গরমের সময় আমাদের সমস্যা বৃষ্টির সময় সমস্যা। আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে মহা বিপদে আছে। সবকিছুই আমাদের অসুবিধা। তবে আমার কাছে মনে হয় বৃষ্টি হলে বেশ ভালই হয়। অন্ততপক্ষে পরিবেশ ঠান্ডা থাকে কাজ করতে একটু সমস্যা হলেও শরীর অন্ততপক্ষে ভালো থাকে। আসলে বাবা মা আত্মীয়-স্বজন যে কেউ অসুস্থ হলে প্রত্যেকটা সন্তান পাগলের মত হয়ে যায়। সেদিন আমিও হয়েছিলাম।

 4 months ago 

পৃথিবীতে বেঁচে থাকতে হলে সব কিছুর প্রয়োজন হয় শুধু বৃষ্টি আর গরম হবে এরকম তা না আর সবসময় আমার‌ যা চাইবো তাই হবে এরকমটা ভাবা বোকামি।।

 4 months ago 

আমি তো মনে করি আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করে থাকেন। কিন্তু আমরাই সেটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি না। অতিরিক্ত বৃষ্টি হলে বলি আল্লাহ এবার রৌদ দাও আবার রোদ হলে বলি এবার বৃষ্টি দাও। এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে আমার কাছে মনে হয় যাই হচ্ছে অবশ্যই শুকরিয়া আদায় করুন।

Loading...

TEAM 2
: Congratulations! This post has been voted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.

Team 2 curation.png

Curated by : @bossj23
 4 months ago 

আপনাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য। এবং নিজের মন মূল্যবান মতামত আমার পোস্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

আপনি যে সম্পূর্ণভাবে সুস্থ আছেন এই কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে মানুষের শরীর এখন কখন যে কিভাবে খারাপ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না।

এর কারণ আমাদের মানুষদের সবসময়ের জন্য প্রয়োজন সাবধানে থাকা এবং কোন কিছু হলে আগে ডক্টর কে জানানো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি। আল্লাহ হাফেজ

 4 months ago 

জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার মায়ের শরীরের অবস্থা একটু খারাপ ছিল। ডাক্তারের সাথে পরামর্শ করেছি এবং উনি বেশ কিছু পরীক্ষা দিয়েছে। সেগুলো সম্পন্ন করেছি তবে আলহামদুলিল্লাহ তেমন বড় কোন সমস্যা নেই, এর জন্য অবশ্যই শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে। আপনি একদমই ঠিক বলেছেন মানুষকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোন সমস্যা দেখা দিলে, সেটা আগে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

সর্বপ্রথমে আল্লাহ তায়ালার কাছে আপনার মায়ের সুস্থতা কামনা করে আপনার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সেই দোয়া করি।
কিছুদিন আগে প্রচন্ড রৌদ্রের কারণে বাইরে বের হওয়া মুশকিল হয়ে গেছি এখন অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হতে পারছিনা ।

এখন যেভাবে দ্রব্য জিনিসের দাম বাড়ছে, কিছুই করার বা কিছু বলার থাকে না। আপনার চুলাটা নষ্ট হয়ে যাওয়াই চুলা নিতেই হবে তাই চুলাটি ক্রয় করে আপনার আম্মুকে একটি ইলিশ মাছ এবং আম কিনে দিয়ে গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।।

 4 months ago 

আসলে মায়ের অসুস্থতার কথা শুনে নিজেকে রাখতে পারিনি। তখন মনে হয়েছে যত ঝড় বৃষ্টি হোক না কেন? মাকে নিয়ে আগে প্রথমত ডাক্তার দেখানোটা খুব প্রয়োজন। আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমার মা অনেক ভালো আছে। কেননা ডাক্তার যে ঔষধ গুলো দিয়েছে সেগুলো আমার মায়ের কাজে লেগেছে। জ্বরের পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে।

মায়ের ইচ্ছে কখনো মা প্রকাশ করে না। কিন্তু হঠাৎ করেই এই ইচ্ছাটা কেন প্রকাশ করলে আমি ঠিক বুঝতে পারলাম না। তবে আল্লাহর রহমত হয়েছে এবং আমি উনার ইচ্ছাটা পূরণ করেছি। এজন্য নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে। চুলা নষ্ট হয়ে গেছে বলতে, চুলার আগুনের মধ্যে কালি ধরে যার কারণে অনেক বেশি খারাপ লাগে। তাই নতুন চুলা ক্রয় করার জন্য গিয়েছিলাম। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.031
BTC 87237.56
ETH 3192.65
USDT 1.00
SBD 2.94