You are viewing a single comment's thread from:

RE: নিজের পেশাকে সম্মান করতে শিখুন

in Incredible India9 days ago

আমার কাছে মনে হয় আমরা এ পৃথিবীতে যতদিন আছি। অবশ্যই প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত। তার পোশাক দিয়ে কখনোই তাকে বিচার করা উচিত নয়। একটা মানুষকে বিচার করার জন্য, তার মন সম্পর্কে জানতে হবে। আজকে আপনি আপনার ছাত্রাবাসে থাকা যে খালা আপনাকে রান্না করে দিত, তার সম্পর্কে আলোচনা করেছেন।

আমাদের বাসায় কিংবা আমাদের সাথে যারা কাজ করে, তাদেরকে অবশ্যই সম্মান দেয়া উচিত। তারাও মানুষ দিনশেষে তারাও পরিশ্রম করে টাকা উপার্জন করে। হয়তোবা আমরা ভালো কিছু করি। তারা আমাদের বাসায় কাজ করে। কিন্তু আমরা কাজ করি পরিশ্রম করি, এর চাইতে বড় কথা হয়তোবা আর কিছুই হতে পারে না।

সত্যি কথা বলতে ব্যবহার এমন একটা জিনিস, যেটা আপনার বংশের পরিচয় সবার সামনে উপস্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারো সাথে উঁচু গলায় কথা না বলে তার সাথে অবশ্যই নম্র এবং ভদ্রভাবে কথা বলা উচিত। সে মানুষটা যেমনই হোক না কেন? আমার কাছে সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ! ধন্যবাদ চমৎকারভাবে বিষয়টি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 9 days ago 

একদম ঠিক কথা বলেছেন, ব্যবহারই হল মানুষের বংশের পরিচয়। একজন মানুষের পোশাক দেখে কখনো তার সম্পর্কে বিচার করা উচিত নয়। মানুষকে চিনতে হলে মানুষের কাছাকাছি যেতে হবে এবং মনটা কেমন সেটা বুঝতে হবে।
আমরা প্রত্যেকেই কম বেশি ছোট এবং বড় পেশার সঙ্গে যুক্ত রয়েছি। কিন্তু আমরা অনেকেই বড় পেশার সঙ্গে যুক্ত রয়েছি বলে ছোট কর্মের মানুষকে খারাপ চোখে দেখি এমনটা করা কখনো করা উচিত নয়।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 days ago 

মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ তার পরের পরিচয় হচ্ছে সে কি কর্ম করছে। একটা মানুষ যদি সঠিকভাবে সৎ পথে কর্ম করে বেঁচে থাকার চেষ্টা করে। তাহলে আমি মনে করি কখনোই তাকে ছোট মনে করা উচিত নয়। কারণ সে কর্ম করে টাকা ইনকাম করছে। আমিও কর্ম করে টাকা ইনকাম করছি। সে যেমন তার পরিবারের পেছনে তার টাকা ব্যয় করছে। আমিও পরিবারের জন্য টাকা ইনকাম করছি। তাহলে আমি কেন তাকে ছোট করে দেখব। একটা কথা কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে আমাদের প্রত্যেকের জায়গা কিন্তু একটা। তারপরেও আমাদের অহংকার। অহংকার করা মোটেও ঠিক না।

 6 days ago (edited)

আমরা প্রত্যেকেই বিভিন্ন সমাজ বা শহরে বসবাস করি। এবং প্রত্যেককেই বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছি। কেউ বড় ধরনের কাজ করে আবার কেউ ছোট কর্ম করে। কিন্তু আমরা যে কর্ম করি না কেন, সেটাকে অবশ্যই সম্মানের সাথে দেখা উচিত। একজন মানুষের পরিচয় হলো তার নিজস্ব পেশা কি। এজন্য এই নিজের পেশাকে অবশ্যই সম্মান করতে হবে।

আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25