বাস্তবতা নিয়ে চমৎকার একটা পোস্ট আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে কথা শব্দটা ছোট্ট হলেও, এর ভেতরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকে। একটা মানুষ যদি কথা সহ্য করতে পারে। তাহলে তার মত সুখী হয়তোবা আর কেউ থাকেনা। আমার মা সবসময় একটা কথা বলত, "বোবা মানুষের কোন শত্রু নেই!" অর্থাৎ যে মানুষটা চুপ থাকে সে মানুষটা নিজেও ভালো থাকতে পারে। চারপাশের মানুষকেও ভালো রাখতে পারে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।
আমাদের এলাকার এক বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত। ওনার সাথে যখন চলাফেরা করি তখন আর দু’তিনজন যতই ভুলভাল কিছু গল্পে মেতে উঠিনা কেনো ওনার তাতে কোনো হুরুক্ষেপও নেই। উনি উনার মতো শুধু আমাদের সংগ দেয়। একটি কথার প্রতিউত্তরও করেন না৷ কথা কম বলা এই ছেলেটাই আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে হিসেবে বিবেচিত।