You are viewing a single comment's thread from:

RE: অলীক ফাঁকি

in Incredible India8 months ago

ভাইয়া কি আর বলব, আজকে আপনার পোস্ট পড়ে বাস্তবতা একেবারে চোখের সামনে ভাসতে লাগলো। আসলে ৯০ দশকের একজন ছাত্রের সাথে, বর্তমান সময়ের একজন ছাত্রের তুলনা করা একেবারেই বোকামি। কেননা তখনকার সময়ের পড়াশোনা ছিল একেবারেই ইউনিক।

বর্তমান সময়ে কোচিং সেন্টার এবং জিপিএ, এর পেছনে, মানুষ ঘুরে বেড়াচ্ছে। আর শুধুমাত্র শিক্ষার্থীদের দোষ কিংবা শিক্ষকের দোষ দিয়ে পার পেলে হবে না। কেননা এখানে দোষ আছে শিক্ষার্থীর বাবা-মায়ের। কেননা তারা সবসময় তাদের সন্তানদেরকে তাদের আত্মীয়-স্বজনের সন্তানের সাথে তুলনা করে। এ ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি পড়ানোর জন্য তারা কোচিং সেন্টারে ভর্তি করায়, যার কারণে হয়তোবা দেশের এই অবস্থা।

আমিও জানিনা এই দেশ কবে সঠিকভাবে আবারো পরিচালিত হবে, কবে আবারও ক্লাসের পড়া ক্লাস এই কমপ্লিট করা হবে কবে। সেই সাথে এই কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেয়া হবে। ধন্যবাদ চমৎকার টপিক নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89955.66
ETH 3105.10
USDT 1.00
SBD 2.98