You are viewing a single comment's thread from:

RE: কিছু কিছু ঘটনা জীবনকে ভালবাসতে শেখায়

in Incredible India2 years ago

প্রথমত আমি জানতাম না যে আপনি একজন চাকরিজীবী। আপনার পোস্ট করে জানতে পারলাম। আচ্ছা যাই হোক আপনারা কাজ মেটাতে মেটাতে অনেকটা দেরি হয়ে গেল। যার কারণে আপনারা সিদ্ধান্ত নিলেন মেট্রো তে করে বাসায় ফিরবেন। যে সিদ্ধান্ত সেই কাজ আপনারা মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন। যাইহোক অবশেষে আপনাদের কাঙ্খিত মেট্রো আপনাদের সামনে এসে উপস্থিত হলো। এবং আপনারা প্রথমে খেয়াল করলেন।

ওই বয়স্ক দুইজন লোক মেট্রোতে উঠার সাথে সাথেই। দুটো ইয়াং মেয়ে উঠে তাদেরকে বসার জন্য সিট ছেড়ে দিল। যেটা আসলে আমার কাছেও বেশ ভালো লেগেছে। এই ঘটনাগুলো সচরাচর অবশ্যই দেখা যায় না।

তারপরে আপনি বলেছেন মেট্রোতে এসি চলতেছে। যার কারণে বৃদ্ধ মহিলার মনে হয় ঠান্ডা লাগছিল।যার কারণেই তার হাজবেন্ড তার হাত ব্যাগ থেকে চাদর বের করে তার স্ত্রীর মাথার উপরে দিয়েছিল। কিন্তু তার স্ত্রীর উদ্দেশ্য ছিল যে দুজনেই এক চাদরের নিচে থাকবে। কারণ হয়তো বা তার হাসবেন্ডের ঠান্ডা লাগছে এই জিনিসটা আপনি তাদেরকে ফলো করেছেন।

আপনি তাদেরকে অনেকক্ষণ যাবৎ ফলো করেছেন এ বয়সে এসে যে তারা এতটা কেয়ারিং রয়েছে একজন আরেকজনের প্রতি। সে বিষয়টাও আপনি আপনার পোস্টে তুলে ধরেছেন ছেন বিষয়টা খুবই ভালো লাগলো।

আসলেই আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের জীবনে না পাওয়ার জিনিসগুলোকে এত বেশি গুরুত্ব দেই। যে জিনিসগুলো আমরা পেয়েছি সেই জিনিসগুলোর কথা আমরা ভুলেই যাই। এ কারণেই হয়তোবা আমাদের মধ্যে বেশিরভাগ সময় ঝগড়া লেগেই থাকে।আমরা যদি আমাদের এই ছোট ছোট পাওয়া গুলোকে অনেক বড় করে দেখতাম। তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হতো।

আমরা হয়তোবা ঘর থেকে তেমন একটা বের হই না। কিন্তু আপনারা প্রতিনিয়তই ঘর থেকে বের হন।বিভিন্ন জায়গায় চলাফেরা করেন অনেক ঘটনার সম্মুখীন হন। যেটা আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন।তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ ঘটনা রয়েছে সেটাই স্বাভাবিক।

আপনি জানতে চেয়েছেন আপনার লেখাটি কেমন হয়েছে। আমি আমার জায়গা থেকে বলবো এক কথায় অসাধারণ হয়েছে। খুব সুন্দর ভাবে আপনার লেখাটাকে আমার উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 98728.13
ETH 3636.70
USDT 1.00
SBD 2.81