প্রথমেই দোয়া করি দিদি, আপনে তারাতারি শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠুন। আসলে অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। আপনার মতো আমিও আজকে সারা দিন ৪/৫ বার ইচ্ছা না থাকা সত্তেও বিছানায় গিয়ে ঘুমিয়ে পরেছিলাম মূলত আমার মাথার সমস্যা বাড়ার কারণে। যাই হোক নিজের শরীরের খেয়াল রাখবেন।
আজকে চেরি ফুলের গল্পটা অনেক ভালো লাগল। এটা ঠিক বলেছেন, ফুলের দোকান থেকে ফুল কিনলে কম দামে পাওয়া যায়, তারা অনেক সময় পাইকারি রেট ধরে বিক্রয় করে থাকে
আসলে স্থান ভেদে ফুলেট কদর ও ব্যবহার আলাদা হয়ে থাকে। পোষ্টটা পড়ে ভালো লাগল দিদি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।