You are viewing a single comment's thread from:
RE: চিড়িয়াখানায় সুন্দর একটি দিন কাটানোর মুহূর্ত।।
পরিবারে লোকজন বেশি থাকলে একটা রমরমা পরিবেশ সর্বদাই বিরাজ করে। কিন্তু বর্তমানে যৌথ পরিবার গুলো কদাচিৎ দেখা যায়। যে কারণে সেই রমরমা পরিবেশ ও আর দেখা যায় না। আপনার স্বল্প সদস্যের পরিবারে হঠাৎ অতিথিদের আগমণ তাহলে প্রাণের স্পন্দন তো অনুভব হবেই।
জীবন জীবিকার তাগিদে এভাবে আমাদের আপনজনদের ছেড়ে অনেক সময় দূরত্বে অবস্থান করতে হয়। কিন্তু আপনজনদের হঠাৎ উপস্থিত এটা অনেক আনন্দের হলেও হঠাৎ বিদায়টা অনেক কষ্টকর। তবে আপনার শশুরকে দুই তিন দিন রাখতে পেরেছিলেন এটা জেনে বেশ ভালো লাগলো।
চিড়িয়াখানার মধ্য থেকে তোলা প্রথম হরিণের ছবিটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। যদি কখনো খুলনা আসেন তবে করমজল পরিদর্শন করার অনুরোধ করছি। কারণ সেখানে বন্য হরিণকে আপনি হাতে করে গাছের পাতা খাওয়াতে পারবেন।
আপনার কথাগুলো সত্যিই মন ছুঁয়ে গেল আপু । যৌথ পরিবারের সেই রমরমা পরিবেশ আজ সত্যিই বিরল, তাই হঠাৎ অতিথি এলে বাড়িতে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়। শশুরকে দুই-তিন দিন কাছে পেয়ে সত্যিই ভালো লেগেছিল, কিন্তু বিদায়ের কষ্টটা ঠিকই রয়ে যায়।
চিড়িয়াখানায় তোলা ছবিগুলোর কথা বললে, হরিণের ছবিটা আমিও বিশেষ পছন্দ করেছি। খুলনার গরম জলে বন্য হরিণকে হাত দিয়ে খাওয়ানোর সুযোগের কথা শুনে বেশ আগ্রহী হলাম। ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই সেখানে যাবার চেষ্টা করব। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপু