You are viewing a single comment's thread from:
RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)
এটা কি কম বড়ো উপার্জন?
কখনোই না। কারণ এটা এক বা দুইদিনে হয় নি। যার জন্য আমাদের চেনা জানার বাইরেও অনেক স্টিমিয়ান সেরা লেখিকা হিসেবে বাৎসরিক steemit award 2023 এ আপনাকেই মনোনীত করেছেন।
বাকি রইলো মান, মনোরঞ্জন বা মানুষকে হাসানো এটা তখনই সম্ভব হবে যখন কোনো লেখক বা লেখিকা তাদের বিষয়বস্তু উপস্থাপন করবেন যথাযথভাবে। এখানে অনেকেই ৩৫০ শব্দ লিখতে হবে এই ধারনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেন। যার ফলে একটি লেখা পূর্ণতাই পায় না।
স্টিমিট প্ল্যাটফর্মে একজন স্টিমিয়ানের পরিচয় বহন করে তাঁর লেখা। সেই বিষয়বস্তু অনুসারে এই লেখাটি শুধুমাত্র এখন নয় পূর্বে এবং ভবিষ্যতের জন্য ও তথ্যবহুল দিকনির্দেশনা বহন করে।