Better Life with Steem|| The Diary Game|| 4th May 2024

in Incredible India14 days ago (edited)
PhotoCollage_1714827681252.jpg

Hello Friends,
গরমে কেমন আছেন সবাই? আমার কথা আর আলাদা করে বলছি না। আজ একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে যে কারণে সময়টা যেন দ্রুতই অতিবাহিত হয়েছিল। কিন্তু স্থির হতেই শরীর থেকে দরদর করে ঘাম ঝরছিল। যাইহোক, বিলম্ব না করে এখন আমি মূল বিষয়ে চলে যাই।

Morning

আজও অন্যান্য দিনের মতো বিলম্ব করেই ঘুম থেকে উঠেছিলাম। তবে ঘুম থেকে উঠতেই বড়'দি এসে রীতিমতো একগাদা কাজের ফর্দ দিয়েছিল। কারণ আজ বড়'দির ঠাকুরমার এগারো দিনের কার্যক্রম ছিল যেটাকে একাদশা বলা হয়।

IMG_20240504_192208.jpg

আমার তো কিছুই করতে ইচ্ছে করছিল না, তাই আমি চোখ মুছতে মুছতে বারান্দায় গিয়ে আমার ভাগ্নির সাথে দুষ্টমি করতে শুরু করেছিলাম। কিছুক্ষণ পরেই আমার ভাগ্নির ঘুম ভেঙেছিল এবং আমার দিকে ফিরে কি যেন বলতে চাচ্ছিল।

আমার ভাগ্নি খুব শান্ত প্রকৃতির যে কারণে আমার বোন বুঝতেই পারেনি যে পিচ্চি এখন আর ঘুমিয়ে নেই। এভাবেই কিছুটা সময় অতিবাহিত করে আমার মা আসলেই আমি প্রাতঃকৃত্য শেষ করে আমার সকালের ওষুধ খেয়েছিলাম।

IMG20240504223525.jpg

তরমুজের বর্তমান বাজার মূল্য:

LocationNameBD PriceSteem Price
Bangladeshwater melon7kg=280.0009.00

তরমুজের বর্তমান বাজার মূল্য অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। কিন্তু আমাদের এলাকায় মনে হয় একটু কমই শহরের তুলনায়। তাছাড়া এই গরমে বেশি তরমুজ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর ও বটে। তাই সকলকে অনুরোধ করবো জল জাতীয় ফল ভেবে কেউ অতিরিক্ত খাবেন না।

তরমুজ খুব মজা করে খেতে হলে হালকা লবণ ছিটিয়ে দিতে হবে দেখবেন অনেক মিষ্টি লাগবে।

তারপর মা আমাকে টেবিলে রাখা তরমুজের কথা বলতেই আমি রান্না ঘরে গিয়ে পছন্দ মতো বড় এক টুকরো তরমুজ নিয়েছিলাম। তরমুজের রংটা দেখেই মনে হচ্ছিল গোটা তরমুজটাই খেয়ে ফেলি।

Noon

IMG20240504104637.jpg

সকালে আর কিছু খেতে ইচ্ছে করছিল না তাই বড়'দির ফর্দের কিছু কাজ গুছিয়ে আমি পিসির বাড়িতে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের যজমান অর্থাৎ পুরোহিত দাদুও চলে এসেছিলেন। আমার পিসি ও পিসির হাজবেন্ড মন্ত্র উচ্চারণ করছিল পুরোহিত দাদুর সাথে সাথে।

IMG20240504104835.jpg

একাদশার মন্ত্র শেষ করতে করতে প্রায় দুপুর শেষ। আমাদের বাড়ির সকল বয়স্করা উপস্থিত ছিলেন। কারণ এই সকল রীতিনীতি যেটা বয়স্করাই ভালো বলতে পারেন।

Afternoon

এরপর আমি বাড়িতে ফিরে ফ্যান ছেড়ে দুইটি পোস্ট ভেরিফিকেশন করেছিলাম। ভেরিফিকেশন শেষ করে আমি পোস্টের ভেরিফিকেশন পুনরায় চেক করতেছিলাম। আমার কিছু তথ্য লেখা বাকি ছিল এই সুযোগে সেটাও সেরে নিয়েছিলাম।

স্নান করতে করতে বিকেল চারটার বেশি বেজেছিল। আবার আজ বড় কাকুর ঘরে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ছিল। আমি শুয়ে ছিলাম এবং পাঁচটার দিকে রূপম এসেছিল খাওয়ার জন্য ডাকতে। যদিও মোবাইলে চার্জ ছিল না কিন্তু মোবাইলটা হাত ছাড়া করিনি।

IMG_20240504_200042.jpg

ভেবেছিলাম একটু বিশ্রাম নিবো কিন্তু আমার বোন আবার আবদার করলো তাঁর একটা স্যান্ডেল লাগবে। তবে বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল। হঠাৎ আকাশে মেঘের ঘনঘটা যেন প্রকৃতির রংটাই পাল্টে দিয়েছে। হালকা ঠান্ডা হাওয়া অনুভব করছিলাম।

IMG_20240504_195959.jpg

সামনে উপজেলা পরিষদ নির্বাচন, লোকজনের সমাগম বেশ দেখা যাচ্ছে। আমি বাজারে পৌঁছেই এক গ্লাস লেবুর শরবত খেয়েছিলাম। তারপর পবনতলার উদ্দেশ্য হাঁটতে ছিলাম। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের জন্য ধূলোবালি ও কম মনে হচ্ছিল।

আজ শনিবার, আমাদের সাপ্তাহিক বাজারের দিন। তবে আমি ভাঙ্গা বাজারে গিয়েছিলাম যে কারণে ভীড় একটু কমই ছিল। তবে দুঃখজনক হলেও সত্য যে দোকানে গিয়েছিলাম সেই দোকানটি বন্ধ ছিল। তাছাড়া বাড়িতে ও ফিরতে হবে অনেক কাজ বাকি। সন্ধ্যায় আমি বাড়িতে ফিরে এসেছিলাম।

IMG_20240504_190052.jpg

নিজেকে পরিষ্কার করে আমার কক্ষে যেতেই মা আমার ভাগ্নিকে আমার কাছে দিয়েছিল। আমার ছোট্ট ফ্যানটি তাঁর খুব পছন্দের ‌ আমার কোলে বসে বসে আবার ছবি ও তুলেছিল। এভাবেই আমি আজকের দিনটি অতিবাহিত করেছিলাম।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

END

Sort:  
Loading...

@piya3
I really enjoyed reading your post. It was really nice. Extra activities are very important in life because in this part of our life, we work all day and are always busy, from which we are also prone to beret. But the way you participated in the extra activities today and shared your dishes with us made me very happy and especially the watermelon is a great summer gift. I am more than a family member, he likes watermelon very much. Thank you so much for sharing with us. I will take care of you.💗
@mona01

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @jyoti-thelight



 13 days ago 

@jyoti-thelight,

Thank you so much for your encouraging support.🙏

 12 days ago 

আপনার বড়দিদির ঠাকুমার আত্মার শান্তি কামনা করছি ।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তাকে স্বর্গের সুখ দিক।
শিশুরা হলো ফুলের মত পবিত্র । খুব সুন্দর ভাবে তাকিয়ে আছে আপনার দিকে ।এত মিষ্টি একটি মেয়ে তাকে আদর না করে পারা যায় ।

আমিও আপনার মত তরমুজ খেতে ভালোবাসি তবে কখনো আমি লবণ দিয়ে খাইনি । পরবর্তীতে যখন খাব তখন আপনার এই নিয়ম অনুসরণ করব। হ্যাঁ এই গরমে তরমুজ বেশি খাওয়া ভালো না তাতে পেটের সমস্যা হয়ে থাকে।

নির্বাচন একটি উৎসবের মতো। নির্বাচনের সময় আসলেই লোকজনের সমাগম দেখা যায় ।আপনার ফ্যান ও আপনার ছবিটি দুর্দান্ত হয়েছে ।আপনাদের জন্য শুভকামনা রইল

 8 days ago 

আপনার সারাদিনের কার্যক্রম গুলো পড়ে মনে হল অনেক ব্যস্ততার মাঝেই দিন পার করেছেন। আসলে আপনার মত আমারও ছোট বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে।
আপনার বড় দিদির ঠাকুমার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের জন্য আপনার বড় দিদি আপনাকে অনেকগুলো দায়িত্ব দিয়েছে সেগুলো সেরে নিয়েছেন।

এই গরমে সত্যিই তরমুজ খেতে খুব ভালো লাগে। আপনি ঠিক বলেছেন শহরের থেকে আপনাদের ঐদিকে একটু তরমুজের দাম সবসময় কমই হয়।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66924.38
ETH 3111.57
USDT 1.00
SBD 3.75