You are viewing a single comment's thread from:
RE: আইবুড়ো ভাতের আয়োজন (Arrangement for the beautiful would be Bride)
আমাদের মধ্যে ছেলে কিংবা মেয়ে উভয়কেই বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানোর প্রথা আছে। @mdsahin111 আপনাদের মধ্যে এইরকম কোনো নিয়ম নেই?
আমরা একটা দিন একসাথে আনন্দ করে কাটানোর জন্য বান্ধবীরা মিলে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম।
আইবুড়ো ভাতের নাম আমি শুনছি তবে আমার দেখা মতে আমি কখনোই এই আইবুড়ো ভাতের আয়োজন দেখি নাই আবার নিজে কখনো আইবুড়ো ভাত খাই নাই। এমন কোন রীতি আছে বলে আমার জানা নাই।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে তা রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।