You are viewing a single comment's thread from:

RE: আইবুড়ো ভাতের আয়োজন (Arrangement for the beautiful would be Bride)

in Incredible India3 months ago

বয়স ২৮ এখনো পর্যন্ত কোনদিন আইবুড়ো খাওয় খেতে পারলাম না এটা কি শুধু মেয়েদের জন্য পালন করা হয় ছেলেদের তো কখনো পালন করতে দেখি নাই।

যাইহোক বান্ধবীর আইবুড়ো ভাত খাওয়ার ভিডিও দেখতে পেয়ে বেশ ভালো লাগলো আপনারা সবাই অনেক আনন্দের সাথে সেলিব্রেশন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনন্দময় মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 3 months ago (edited)

আমাদের মধ্যে ছেলে কিংবা মেয়ে উভয়কেই বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানোর প্রথা আছে। @mdsahin111 আপনাদের মধ্যে এইরকম কোনো নিয়ম নেই?

আমরা একটা দিন একসাথে আনন্দ করে কাটানোর জন্য বান্ধবীরা মিলে আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম।

 3 months ago 

আইবুড়ো ভাতের নাম আমি শুনছি তবে আমার দেখা মতে আমি কখনোই এই আইবুড়ো ভাতের আয়োজন দেখি নাই আবার নিজে কখনো আইবুড়ো ভাত খাই নাই। এমন কোন রীতি আছে বলে আমার জানা নাই।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে তা রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.034
BTC 96975.26
ETH 2691.87
SBD 0.43