RE: দীর্ঘ নয় মাসের জার্নি শেষ করে, নবজাতক কে দেখে নিজের অজান্তেই শান্তি পেলাম।
কথায় আছে মেয়েদের মাতৃত্ব হলো মেয়েদের জন্মের সার্থক। মা শব্দটা যতই ছোট এর অর্থ বিশাল। মায়ের সংঞ্জা অল্প কিছুতে দেওয়া যায় না। ৯ মাস ১০ দিন ধরে শরীরের রক্তবিন্দু দিয়ে একটু একটু গড়ে তোলা একটি মানব সন্তান এটা যে কতটা কষ্ট তা শুধুমাত্র যে নারী মা হতে পেরেছে সেই বুঝতে পারে।
নরমাল ডেলিভারি হলে প্রসব বেদনা যে কত কষ্ট তা শুধুমাত্র সেই মা বোঝে। অনেকে বলে সিজারে কোন কষ্ট নেই, হাঁটতে হাঁটতে ওটিতে যায় আর বেবী নিয়ে আসে । সিজারের আগে যত প্রকার ওষুধ খাওয়ানো হয় এবং এনেস্থিসিয়া যখন মেরুদন্ডে দেয়া হয়, সেই থেকে মা স্বেচ্ছায় পঙ্গুত্ববরণ করে নেয়।
নরমাল ডেলিভারি হলে তো অল্প কিছু দিনের ভিতরে ব্যথা সেরে যায় কিন্তু একজন মায়ের সিজার হলে সেই মায়ের যন্ত্রণা থাকে সারা বছর ধরে। তারপরও এত কষ্টের পরও সন্তানের মুখ দেখে মা সকল কষ্ট ভুলে যায়। সন্তানের হাসি মুখের কাছে তার এই কষ্ট তখন কিছুই মনে হয় না ।
নবজাতক শিশু ও আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তবে মিষ্টি খাওয়াতে ভুলবেন না কিন্তু! সেটা পাওনা রইল ।
সত্যি মা শব্দটা অতি ছোট হলেও এর অর্থ বিশাল, একটা ছোট্ট রক্ত বৃন্দকে ভিতরে রেখে বড় করাটা দীর্ঘ ৯ টা মাস এটা শুধু ওই মাই বুঝতে পারে তার অবস্থাটা, তবুও দিনশেষে আমরা একটু শান্তি খুঁজে পাই সব কষ্ট ভুলে যায় যখন নবজাতকের মুখ দেখতে পাই ,, যত কষ্ট যন্ত্রণা কোথায় যে ভুলে যাই তা এ মা ছাড়া আর কেউ বুঝতে পারবে না,, ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে আর হ্যাঁ অবশ্যই মিষ্টি গুলো কিন্তু খেয়ে নিবেন, 🧆🧆🧆
Your comment has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, Original quality comments anywhere, and any tags
ধন্যবাদ স্যার।