You are viewing a single comment's thread from:

RE: Online is my Dream.

in Incredible India13 days ago

দিদি আপনার পোষ্টটি পড়ে মনে হচ্ছে যেন, আপনি সকল বেকারদের মনের কথা তুলে ধরেছেন। সত্যি অনলাইন মাধ্যম গৃহিনীদের জন্য ও সকল বেকারদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করে দিয়েছে।

অনলাইন হল স্বাধীন একটা মাধ্যম যেখানে আমি আমার মন খুশি মতো কাজ করতে পারবো ।

ফুলে যেমন কাটা থাকে তেমনি অনলাইন মাধ্যমেও ভাল/ মন্দ দু'টো দিক আছে। তবে কে কোনটা গ্রহণ করবে তা সম্পূর্ণ নির্ভর করে অনলাইন ব্যবহারকারী ব্যক্তির উপর ।

যারা জেনেশুনে অনলাইন মাধ্যমে কাজ করতে আসে আশাকরি তারা অনেক দূর এগিয়ে যেতে পারে আর নতুনদের অনেক কিছু শিখতে হয়। হয়তো অজানা কারণে কোন ব্যাক্তি জড়িয়ে যেতে পারে তবে যারা সঠিক পরিশ্রম দিয়েছে তারা এই অনলাইন মাধ্যম থেকে অবশ্যই সফল হয়েছে ।

তার অনেক উদাহরণ আমরা দেখেছি ।গৃহিণীদের পক্ষে যেমন বাইরে গিয়ে কোন কাজ করা সম্ভব নয়। বাসায় বসে থেকে সময় গুলো নষ্ট করতেও ভালো লাগেনা সেই ক্ষেত্রে অনলাইন মাধ্যম গৃহিণীদের নতুন পথ দেখতে সহযোগিতা করেছে । যেখানে তিনি নিজে স্বাবলম্বী হতে পারছে তার সাথে সাথে তার সন্তান ও স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছে । টাকা পয়সার চাহিদা কখনই কারো কম থাকেনা আমারও বিশ্বাস স্বামীর যতই টাকা থাকুক না কেন স্ত্রীর নিজের শক্তি হলো বড় শক্তি ।

আপনার এই সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90437.72
ETH 3138.83
USDT 1.00
SBD 2.95