মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে না তাদের মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হচ্ছে না সেটাই বুঝতে পারছি না । বাংলাদেশে যা হচ্ছে তা সত্যিই চিন্তার বিষয় । আমরা পিতা মাতার পরে শিক্ষকদেরকে সম্মান দেয়া উচিত আর সেখানে শিক্ষকদের যেভাবে ছাত্ররা অপমান করতেছে, সত্যি খুবই হৃদয়বিদারক ।
সন্তান যত বড় শিক্ষিত হয়, যতো উচ্চবিলাসী হয় তার কাছে মনে হচ্ছে বাবা দিন দিন সংসারের একটি পুরনো ফার্নিচারের মত । সকল সন্তান কিন্তু একরকম না । কিছু কিছু সন্তান আছে তারা বাবার জন্য নিজের জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিতে পারে । আবার কিছু সন্তান আছে যারা আইন নিয়ে কাজ করে কিংবা বড় চিকিৎসক কিংবা বড় চাকরিজীবী তারা তাদের পিতা-মাতাকে সঠিক সম্মান দিতে পারেনা ।
আপনি ঠিক বলেছেন, কাউকে অসম্মানিত করা কখনোই ঠিক নয়, সেখানে শিক্ষক তো উচ্চ মর্যাদার অধিকার, সকল সন্তানই এক রকম নয়, কিছু সন্তান আছে তার পিতা মাতাকে সব থেকে বেশি যত্ন করে, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।