আমরা সভ্য হব কবে?

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

1000030551.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমান সময়ে মানুষ যেন সভ্য হতে ভুলে গেছে, সভ্য মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, হয়তো অনেকে সভ্য শব্দটাই বুঝি না, যত দিন যাচ্ছে মানুষের ভিতর থেকে সভ্যতা তত দূরে সরে যাচ্ছে, সমাজের প্রত্যেক মানুষ সভ্য হলেই সভ্য সমাজ হবে, আর সমাজ যখন সভ্য হবে তখন সব ধরনের অনিয়ম দূর হয়ে যাবে।

বর্তমানে মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষার উচ্চ স্তরে মানুষ পৌঁছে যাচ্ছে, কিন্তু শিক্ষিত হয়েও কি তারা সভ্য হতে পারছে? সবাই বলে থাকে যে, শিক্ষাই জাতি মেরুদন্ড, কিন্তু আমি বলি, সুশিক্ষাই জাতির মেরুদন্ড, যে শিক্ষা অর্জন করে মানুষ সভ্য হতে পারে না, সে শিক্ষা কখনো জাতির মেরুদন্ড হতে পারে না।

অনেক শিক্ষিত মানুষকে দেখেছি সমাজে অন্যায় অবিচার করতে, যে সমস্ত মানুষ শিক্ষিত হয়ে সভ্য হতে পারে নাই, আমি তাদেরকে অমানুষ মনে করি, আর শিক্ষিত অমানুষের থেকে অশিক্ষিত মানুষ অনেক ভালো, শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদেরকে সভ্য মানুষ হতে হবে, অন্যথায় আমরা অমানুষই থেকে যাব।

ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন খবর পেয়ে থাকি, যেমন, কিছুদিন আগে একজন উচ্চ শিক্ষিত ডাক্তারকে দেখলাম যে, সে তার বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে রেখে এসেছে, সে অনেক বড় ডাক্তার হলেও তার ভিতরে মনুষ্যত্ব বোধ আসে নাই যে, তার গর্ভধারিনী মাকে বৃদ্ধ অবস্থায় রাস্তায় ফেলে এসেছে, সে যত বড় শিক্ষিত হোক, মানুষ হতে পারে না।

কিছুদিন আগে ফেসবুকে আরেকটা ভিডিও দেখলাম, যেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন অ্যাডভোকেট তার বৃদ্ধ বাবাকে বাড়ি ছাদে নিয়ে সেখান থেকে ফেলে দিয়ে হত্যা করে ফেলেছে, এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল, একজন উচ্চ শিক্ষিত মানুষ কিভাবে অমানুষের মত কাজ করতে পারে? সে মূলত সভ্য হতে পারে নাই।

1000030552.jpgCopyright free image downloaded from pixabay.com

বর্তমানে একটা খবর খুব ভাইরাল হয়েছে, ইতি মধ্যেই সেই খবরটা আমরা সবাই জানি, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কে একটা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা পিটিয়ে হত্যা করেছে, তাকে হত্যা করার আগে ক্যান্টিনে নিয়ে গিয়ে ভাত খাওয়ানো হয়েছে, সেই লোকটা ভাত খাওয়ার পরে তাকে আবার রুমে নিয়ে এসে মারধর করা হয়।

তাকে শুধুমাত্র চুরি করা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়, অথচ একজন চোরকে হত্যা করার বিধান নাই, যে চুরি করবে তাকে আইনের হাতে তুলে দিতে হবে, কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শুধুমাত্র চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা কখনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না, এরাও অমানুষ, সভ্য হতে পারে নাই।

যদিও তারা নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ মনে করা হয়, যেখানে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে, ভর্তি পরীক্ষার সময় যেন যুদ্ধ চলে, সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে থাকে, সবাই মনে করে এখানে সব সভ্য এবং শিক্ষিত মানুষ বসবাস করে, কিন্তু সেখানেও যদি এরকম অমানুষ এবং অসভ্যতা চলে, তাহলে এ দেশ এ সমাজ কিভাবে ভালো হবে?

এজন্য আমাদের সকলকে শিক্ষিত হওয়ার পাশাপাশি সভ্য মানুষ হতে হবে, যে মানুষ সভ্য হবে তার বিচার থেকে সব ধরনের অনৈতিক কাজ দূর হয়ে যাবে, তার ভিতরে কোন খারাপ কাজ থাকতে পারে না, এজন্য শিক্ষিত হওয়ার আগে সভ্য হওয়া অনেক বেশি প্রয়োজন, এবং প্রকৃত মানুষ হওয়া প্রয়োজন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Device Used
Camera
Location
Short by
Samsung Galaxy A52 5G
64M camera
Bangladesh
@mahmud552

Sort:  
Loading...
 2 months ago 

আমাদের কর্মকাণ্ডের দ্বারা বোঝা যায় আমরা একটা অসভ্য জাতি। আমাদের বিবেক বোধ বলতে কিছু নেই। আমরা মানুষ এটা আমরা সবসময় ভুলে যায়। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা মানুষ আমরা সৃষ্টির সেরা জীব। ধন্যবাদ সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন, আমরা মানুষ এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, অথচ বর্তমানে অনেক মানুষকে দেখে সেটা আর মনে হয় না, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে না তাদের মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হচ্ছে না সেটাই বুঝতে পারছি না । বাংলাদেশে যা হচ্ছে তা সত্যিই চিন্তার বিষয় । আমরা পিতা মাতার পরে শিক্ষকদেরকে সম্মান দেয়া উচিত আর সেখানে শিক্ষকদের যেভাবে ছাত্ররা অপমান করতেছে, সত্যি খুবই হৃদয়বিদারক ।

সন্তান যত বড় শিক্ষিত হয়, যতো উচ্চবিলাসী হয় তার কাছে মনে হচ্ছে বাবা দিন দিন সংসারের একটি পুরনো ফার্নিচারের মত । সকল সন্তান কিন্তু একরকম না । কিছু কিছু সন্তান আছে তারা বাবার জন্য নিজের জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিতে পারে । আবার কিছু সন্তান আছে যারা আইন নিয়ে কাজ করে কিংবা বড় চিকিৎসক কিংবা বড় চাকরিজীবী তারা তাদের পিতা-মাতাকে সঠিক সম্মান দিতে পারেনা ।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন, কাউকে অসম্মানিত করা কখনোই ঠিক নয়, সেখানে শিক্ষক তো উচ্চ মর্যাদার অধিকার, সকল সন্তানই এক রকম নয়, কিছু সন্তান আছে তার পিতা মাতাকে সব থেকে বেশি যত্ন করে, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনায় আমি আপনার সাথে একমত যে মানুষ এখন অস্ত্রশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু সভ্য জাতি হিসেবে নিজেকে গড়তে পারছে না।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর একটি আশিকের আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

কিছুক্ষণ মানুষের কার্যক্রম দেখলে মনে হয় তারা প্রকৃত মানুষ নয়, যদিও তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, আবার কিছু ক্ষেত্রে মানুষের কার্যক্রম দেখে খুব ভালো লাগে, তাদের আচার ব্যবহার খুব সুন্দর হয়, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটে মনোযোগ দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91222.02
ETH 3113.00
USDT 1.00
SBD 2.90