রাতের বেলায় হঠাৎ এরকম খবর পেলে খুবই খারাপ লাগে। আসলে যারা হৃদ রোগে ভোগেন তাদের হঠাৎ করে এরকম হয়। তবে এই রকম দুঃখের দিনগুলো পার করা সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়ায়। পরিবারের গুরুজন এইভাবে চলে গেলে নিজেদের খুবই অসহায় লাগে। যিনি চলে গেছেন উনার আত্মার শান্তি কামনা করি।