এখন দিনের বেলাতে প্রচন্ড রোদ গরমও লাগে। কিন্তু রাত হলেই বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমাদের এখানেও বেশ হালকা ঠান্ডা ভরে গিয়েছে। এই ঠান্ডা গরমের কারণে সকলেরই জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। তবে ভোরের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর লাগে। এখন রাতের বেলায় হালকা কুয়াশাও পড়ে। তবে এই সপ্তাহে প্রত্যেকটা দিনই আমাদের রাত জাগা ।তাই রাতের বেলায় চারদিকে কুয়াশা এমনকি ঘাসের আগায় শিশির পরা ।সবকিছুই নিজের চোখে অনুভব করতে পেরেছি। আপনি সারাদিনে অনেক কিছুই রান্না করেছেন। আপনার রান্না করা খাবার খেয়ে আপনার হাসবেন্ড অফিসে গিয়েছেন। আপনার ব্যালকনিতে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। নিজের ব্যালকনিতে এরকম ছোটখাটো গাছ লাগাতে বেশ ভালোই লাগে। বাড়িতে লাগানো গাছের ডাটা বলুন কিংবা অন্যান্য জিনিসই বলুন খাওয়ার স্বাদই একদম আলাদা। আপনার মত আমারও শীতকাল ভীষণ ভালো লাগে। তবে কাজকর্ম একদমই করতে ইচ্ছে করে না শুধু মনে হয় কম্বলের নিচে ঘুমিয়ে থাকি।
মৌসুমী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে একটি সুন্দর কমেন্ট করার জন্য। জি আপু শীতকালটা শুরু হয়েছে তবে দিনের বেলা রোদ থাকে রাতের বেলা শীত করে। রাতে বিশেষ করে শেষ রাতে কম্বল ছাড়া ঘুমানো যায় না।
আর আমার বেলকনিতে বেশ কিছুদিন থেকে অনেক রকমের সবজি চাষ করার পরে আমার খুব ভালো লাগে নিজ হাতে উঠে সেগুলো রান্না করি। নিজের লাগানো চারা থেকে সবজি হওয়াটা আসলে খুব মজার একটা বিষয়।
সংসারের কাজ করতে ভালো লাগে তবে অতিরিক্ত কাজ ভালো লাগেনা আপু। তবে আমার সংসারে বিশেষ করে বাচ্চা সামলানো এবং সংসারের কাজ করাটা আসলে বিরক্তি কর তারপরও করতে হয়।