RE: Better Life with Steem|| The Diary Game||07 January 2025
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো,,এই গানটা আমার ভীষন পছন্দের একটা গান।এই গানটি আমি অনেকদিন আগে শুনেছি। এই গানটি আমার খুব পছন্দের একটি গান। এই গানটি যে ছবিতে ব্যবহার করা হয়েছিল সেই ছবির নায়ক নায়িকা আমার খুব পছন্দের ছিল।
কেটে রাখা পেঁপে গুলো দেখতে খুব সুন্দর লাগছে ।এই পেপেও আমার খুব পছন্দের একটি ফল। আমি যখন গ্রামে ছিলাম প্রচুর পাকা পেঁপে খেয়েছি ।সেই পেপের স্বাদ এখন আর পাইনা।সত্যি কথা বলতে গ্রামের খাবারের মধ্যে যে পরি তৃপ্তি খুঁজে পাই আমরা শহরের খাবারের মধ্যে তা খুজে পাইনা।
আপনার মেয়ের মত আমারও জুতা কেনার প্রতি একটা বড় ধরনের দুর্বলতা রয়েছে জুতা দেখলেই আমার কিনতে ইচ্ছা করে কিন্তু এটা কি আর যখন তখন কেনা সম্ভব! কিন্তু হাতে টাকা থাকলে মিস করি না যখন শপিং করতে যাই তখন চোখের সামনে জুতার দোকান দেখলেই জুতা কিনতে ইচ্ছা করে। বুঝিনা এটা কি আমার একটি রোগ নাকি অন্য কিছু।
আপনার দিনলিপি পড়ে খুব ভালো লাগলো ।যাইহোক, আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ । ভালো থাকবেন ।