You are viewing a single comment's thread from:

RE: কিছু কিছু ঘটনা জীবনকে ভালবাসতে শেখায়

in Incredible India2 years ago
  • হয়তো এই ভাবেই বছরের পর বছর দুজন দুজনার যত্ন নিতে নিতে ওনরা অভ্যস্ত হয়ে গেছেন। যে কারণে বকার মধ্যে হোক, আগলে রাখার মধ্যে হোক, ঝগড়ার মধ্যে হোক, সবকিছুর মধ্যেই কোথাও একটা যত্ন লুকিয়ে থাকে।

  • একসময় তাদের মধ্যে ছিল এক অগাথ ভালোবাসা। এখনো সেই গভীর ভালোবাসা আছে কিন্তু সেটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন একে অপরের প্রতি মায়া এবং অভ্যাস। যারা সারাটি জীবন ধরে একসাথে বসবাস করে আসছে। সুখে দুখে সবসময় একে অপরের পাশে থেকেছে।

  • যাই হোক ভাল লাগল বয়স্ক স্বামী স্ত্রীকে দেখে। তাদের বিষয়ে সুন্দর সুন্দর কথা আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা পড়ে অনেক ভালো লাগলো আমার। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97502.54
ETH 2743.51
SBD 0.43