You are viewing a single comment's thread from:

RE: বার্তা বাহক! The messenger!

in Incredible India7 days ago

আপনার আজকের পোস্টটি শুধুমাত্র একটি পোস্ট নয়। এটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা নারীদের স্বাধীনতা এবং স্বপ্নের পথে হাঁটতে উৎসাহিত করবে। আমি মনে করি, এমনি তে আমি কবুতরকে অনেক ভালোবাসি, আজকে আপনি, সুনীতা দত্ত উনার একটা কবিতা আমাদের সাথে উপস্থাপন করেছেন। সত্যিই আমার কাছে পড়ে অনেক ভালো লেগেছে।

এটি একটি বাস্তবমুখী কবিতা, যা আমাদের সমাজের অন্ধকার দিকগুলিকে খোলাসা করেছে। সুনীতা দত্ত, তার কবিতার মাধ্যমে সেই সমস্ত নারীদের জন্য, একটি প্রতিধ্বনি তৈরি করেছেন! যারা এখনও অবহেলিত ও মানসিকতার শিকলে বাঁধা। কবিতার ভাষা এবং আপনার ভাবনা এতই মর্মস্পর্শী আমাদের মতন পাঠককে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে।

যে দৃষ্টিভঙ্গি নারীকে তার প্রকৃত মর্যাদা, স্বাধীনতা এবং সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি সমাজে এখনো, অনেক পরিবার রয়েছে যা মেয়ে সন্তানকে পছন্দ করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল।

Sort:  
 6 days ago 

আজকে আপনি, সুনীতা দত্ত উনার একটা কবিতা আমাদের সাথে উপস্থাপন করেছেন। সত্যিই আমার কাছে পড়ে অনেক ভালো লেগেছে।

এই অধমের নাম সুনীতা দত্ত! আপনি দেখেছেন হয়তো sduttaskitchen S -sunita এবং D -Dutta
কাজেই, অজান্তে হলেও আপনার আমার লেখা কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

তবে একটু মনোযোগ দিয়ে লেখাটি পড়লে নিজেও বুঝতে পারতেন!
@mdsuhagmia

 6 days ago (edited)

sduttaskitchen দিদি সত্যিই জেনে খুব ভালো লাগলো, আপনার অরিজিনাল নামটি হল
Sunita Dutta

 6 days ago 

সঠিক আপনি "ক" পেয়েছেন!😂

 6 days ago (edited)

😄, তাহলে, আজকে আপনার অরজিনাল নাম টা বলেন দিদি, আমার কাছে মনে হয়। এই কমিউনিটির সবাই জানতে চাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96357.59
ETH 2627.81
USDT 1.00
SBD 2.31