You are viewing a single comment's thread from:

RE: একটি শিক্ষিত শৈশব ভবিষ্যতের ভিত্তিস্তর নির্মাণে সহায়ক!(An educated childhood helps build the foundation for the future!)

in Incredible India20 days ago (edited)

হয়তো আজকে আপনার মনটা অনেক খারাপ। কাকিমায়ের কথা, অনেক ভীষণ মনে পড়েছে আপনার। কাকিমায়ের জন্য দোয়া রইল, সৃষ্টিকর্তা যেন উনাকে স্বর্গবাসী করে। মাঝে-মাঝে এরকম কিছু নাটক বা ছায়া ছবি রয়েছে, যা আমাদের হৃদয়ের দোলা দিয়ে যায়। হারানো দিনের কথা গুলো মনে পড়ে যায়।

আমরা সবাই জানি, এই পৃথিবীর বুকে মা-বাবা সবচাইতে আপনজন সন্তানের জন্য। মা ছাড়া সত্যি পৃথিবীটা অন্ধকার, এটা আমি উপলব্ধ করতে পারি দিদি, আমার মায়ের জন্য আমি এখনো ভালো অবস্থানে রয়েছি, আমার মাঝে-মাঝে অনেক হারানোর ভয় কাজ করে এখন।

আপনি ঠিকই বলেছেন, একটি মা শুধু একটি পরিবার না, একটি দেশ ও সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। আমি উদাহরণস্বরূপ যদি একটি বাস্তব ঘটনা বলি।
আমার সঠিক খেয়াল নাই! রাশিয়াতে বা জাপানে হয়তো হবে হিরো সীমানাতে, একটা এটম বোমা হামলা হয়েছিল, তাতে অনেক লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল, এবং অনেক বছর পর্যন্ত উদ্ভিদ থেকে শুরু করে কোন কিছুই জন্মায় নেই ।

তারা এখনো এই বোমাটির দিবস পালন করে থাকে। দেশটি অনেক দরিদ্র হয়ে পড়ে, তখন ওই দেশের তৎকালীন প্রেসিডেন্ট যে ছিলেন, তখন সে শুধু একটি কথাই সবার উদ্দেশ্যে বলেছিল। আমারে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত সমাজ বা জাতি দিব।
একজন মা সন্তানের উপর কি পরিমাণ প্রভাব ফেলতে পারে, তা আপনার পোস্টএ এর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

আপনি সত্যিই বলেছেন আরেকটি বিষয়! এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন! সৃষ্টিকর্তা তা আমাদের সুদে-আসলে মৃত্যুর আগে ফেরত দিবে।
আরেকটি বিষয় আপনার সাথে একমত পোষণ করি। বড়-বড় ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না । প্রকৃতিক শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা মানুষ সমাজ পরিবার থেকে পেয়ে থাকে।

এত সুন্দর একটি শিক্ষানীয় বিষয়! আমাদের সাথে অনেক সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।

Sort:  
 19 days ago 

Thank you so much Nishadi89 mam for supporting me 💕

 18 days ago 

@mdsuhagmia ঠিক মন খারাপ থেকে লিখেছি সেটা নয়, কারণ আমি বিশ্বাস করি আমরা যাদের ভালবাসি অথবা যাদের স্থান সর্বোচ্চ তাদের শারীরিক উপস্থিতি ছাড়াও তারা আমাদের জীবনে সর্বদাই থাকেন।

অনুভূতি কেবলমাত্র একজনের শারীরিক উপস্থিতি দিতে নির্ধারত নয়, যেমন আমি এই জগতে যতদিন বেঁচে থাকবো, আমার মা বাবার অস্তিত্ব অক্ষুন্ন থাকবে।

কারণ, তাদের কারণে আমি পৃথিবীর আলো দেখেছি।
আপনার উল্লেখিত বিষয়টি আমার জানা ছিল না!
অনেক ধন্যবাদ বিষয়টি মন্তব্যের মাধ্যমে জানাবার জন্য।

দেখুন আপনার এই মন্তব্যের জন্য একটি অজানা বিষয় আমার জানা এবং শেখা হয়ে গেল।

 18 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 98683.71
ETH 2792.81
USDT 1.00
SBD 3.22