মীরার অনেক জ্বর জেনে অনেক খারাপ লাগলো। মীরার জন্য দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুতভাবে সুস্থ করে তুলে। একটি বাসায় যদি, একটি বাচ্চা থাকে, তাহলে বাড়ির সবাই সব সময় আনন্দের মাঝে থাকে। কেননা বাচ্চারা সব সময় দৌড়াদৌড়ি করে দুষ্টামি করে অল্প - অল্প করে কথা বলে। বাচ্চাদের কোমল মনে অনেক কিছু তারা করে থাকে। যা প্রতিটা মানুষেরই ভালোবাসার কারণ হয় এই বাচ্চারা। আমার বাসায় কয়েকটা বাচ্চা আছে ,আমি বুঝি বাচ্চাদের যদি অসুস্থ
থাকে, সত্যিই ঘরটা অনেক খালি-খালি লাগে মনে হয় কি জানি নাই, আর ভালো লাগেনা।
মায়ের ভালোবাসা যা ভাষায় প্রকাশ করার মতো না। এর জন্য আল্লাহ তা'আলা মায়ের স্থান সবার প্রথমে দিয়েছে বাবার স্থান দ্বিতীয়তে। আশায় আছি মিরা খুব দ্রুতভাবে সুস্থ হবে। আপনি আবার মীরাকে নিয়ে একটি পোস্ট দিবেন। ভালো থাকবেন সুস্থ ,থাকবেন।
সুন্দর এবং আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মিরার জন্য আপনার দোয়া এবং ভালোবাসা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মিরা এখন অনেক ভালো আছে, আগের মতোই দৌড়াদৌড়ি আর দুষ্টামি করছে। সত্যি, একটা বাচ্চা অসুস্থ থাকলে পুরো বাড়ির পরিবেশটাই যেন বদলে যায়, সবকিছু ফাঁকা ফাঁকা লাগে।
আপনার কথাগুলো সত্যিই অনেক গভীর এবং সুন্দর। মায়ের ভালোবাসার স্থান যে কতটা উঁচু, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবারের সবাইকে সুস্থ ও ভালো রাখেন। আবারও মীরার ভালো থাকার খবর নিয়ে শীঘ্রই একটি পোস্ট দেবো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।