নিজের চোখে দেখছি ধান কাটা থেকে শুরু করে পুরোটা একটা প্রসেসের মাধ্যমে ধান শুকানো ধান সিদ্ধ দেওয়া অনেক একটা কষ্টের ব্যাপার আগে তো গ্রামে ট্রাক্টর ছিল না ধান মারার যন্ত্র ছিল না আগে মানুষরা গরু দিয়ে ধান মারতো। গ্রামের এই দৃশ্যগুলো এখনো চোখে মাঝে মাঝে ভেসে ওঠে! ধানের সময় শেষ হয়ে গেলে কৃষকরা তখন আনন্দে আত্মহারা থাকে তখন গ্রামের লোকেরা মিলেমিশে , মেলা দেয় বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে। আপু আপনারা তো এখন অগ্রাহন শেষ তাই না। এইবার কত নাম্বার ধান লাগাইছেন আর কি পরিমান ধান হয়েছে কাঠা প্রতি ।