You are viewing a single comment's thread from:
RE: অনলাইনে কাজের জন্য নিজের পড়াশোনায় যেন পিছিয়ে যাচ্ছে
অনলাইনে কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই ভালো তবে পড়াশোনার ক্ষতি করে অনলাইন কাজ করাটা আদেও ঠিক বলে মনে করি না।
তবে আমার কাছে মনে হয় যে অনলাইন কাজের চাইতে বেশি পড়াশোনা ক্ষতি করে facebook অথবা youtube এর কারনে কেননা যখন মানুষ এগুলো দেখতে বসে তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় পড়তে মনে চায় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
একদম বাস্তব কথা বলেছেন ভাই অনলাইনে চাইতে পড়াশোনার প্রতি বেশি সময় দেওয়া উচিত।। আর বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউবে ঢুকলেই সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না তাই আমাদেরকে এগুলো ছেড়ে পড়াশুনায় মন দিতে হবে।।
আল্লাহ সুবহানাতায়ালা বলছেন শেষ জামানায় সময় খুব দ্রুতই পার হবে আমি এই কথাটা আগে বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি যে সময় খুব দ্রুতই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তার একটি কারণ হলো অনলাইনে যখন আমরা ব্যস্ত থাকি তখন সময়ের প্রতি কোন খেয়াল থাকে না।