RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)
ম্যাডাম, দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করার সুবাদ আপনি বিভিন্ন লেখা পড়েছেন এবং আপনি অনেক অভিজ্ঞতা লাভ করেছেন আর এখন আপনি নির্ধারণ করতে পারেন ভালো মানের লেখা, সবার জ্ঞান হয়তোবা সমান নয় আপনাকে এই প্ল্যাটফর্মে কারো সাথে তুলনা করা সম্ভব নয় আপনি সবদিক থেকেই পারদর্শী।
যে লেখা শুধু দৃষ্টি আকর্ষক নয়, হৃদয় স্পর্শ করতে সক্ষম সেই লেখা আপনার নির্ধারিত মানের সবচাইতে উর্ধ্বে থাকে । আমি ঠিক এমন একটি লাইন উল্লেখ করেছিলাম কয়েকদিন আগে একটি প্রতিযোগিতায় যেখানে আপনাকে বেস্ট লেখা হিসেবে নির্বাচিত করেছিলাম।
তবে আজকে নতুন একটি বিষয় শিখছি আপনার লেখাটি পড়ে লেখার ভিতর মনোরঞ্জন যে কোন বিষয় উল্লেখ করতে পারি। এটা ঠিক যে মানুষের কাঁদানো খুবই সহজ কিন্তু হাসানো অনেক কঠিন।
সহজ পদ্ধতিতে মানুষের হাসানো যায় সেটা হল যদি আমার গ্রাম্য ভাষায় কিছু লাইন কবিতা আকারে উল্লেখ করি। আমি এখন থেকে লেখার ভেতরে এমন কিছু লাইন এ্যাড করবো যাতে করে অন্যকে আমি হাসাতে পারি।
ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।