You are viewing a single comment's thread from:
RE: "আমার বর্তমান মানসিক পরিস্থিতি "
সম্পূর্ণ পোস্টটা পড়ে কোথাও গিয়ে যেন আমার বড্ড খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই এরই নাম হল জীবন কখনো ভালো কখনো মন্দ কখনো এমন ঢেউ জীবনে আসে যেটা সামাল দিতে গিয়ে নিজেদেরই ঠিক রাখা অনেক কষ্টসাধ্য হয়েছে।
সারাটা দিন বলা যায় সত্যি বেশ পরিশ্রম করেন যদিও সে পরিশ্রম বসে থেকে তবে কাজ করার চাইতে এই পরিশ্রম আরো বেশি কষ্টকর। সেটা আবার হসপিটালে বসে, অসহায় মানুষগুলোর দিকে তাকালে যে পড়ে কি খারাপ লাগে সেটা বলার ভাষা থাকে না আর।
সবশেষে আমি প্রার্থনা করব যেন আপনার শ্বশুর মশাই দ্রুত সুস্থ হতে পারে এবং আপনিও আপনার পিকলুর কাছে ফিরে যেতে পারেন, আমি বলব যেকোনো পরিবেশেই থাকুন না কেন সুস্থ রাখার চেষ্টা করবেন।
সত্যিই এর নাম জীবন। যেদিন আপনি এই মন্তব্যটা করেছিলেন সেদিন আপনি আমার থেকে ভালো পরিস্থিতিতে ছিলেন, অথচ আজ আমি আপনার মন্তব্যের উত্তর দিচ্ছি, যেদিন আপনার পরিস্থিতি আমার থেকে অনেক বেশি কঠিন। তবে যেমনটা আপনি লিখেছেন এটাই জীবন। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়েই আমরা সকলেই এগিয়ে চলি। নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, এই সময় সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছেন, তাই সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে বাস্তবটাকে মেনে নিয়ে যত তাড়াতাড়ি পারবেন সামলে উঠুন, এটুকুই প্রার্থনা রইলো।
TEAM 2
Congratulations! Your comment has been upvoted through @steemcurator04. Good comment here should be..