You are viewing a single comment's thread from:
RE: একসাথে একটি দিন: জাতীয় জাদুঘর ভ্রমণ
ছোটবেলা একবার জাতীয় জাদুঘরে গিয়েছিলাম যদিও খুব একটা কিছু মনে নেই তবে আপনার পোস্টটা পড়ে এবং দেখে কিছুটা মনে পড়ছিল,,,।
আপনার কথার সাথে একমত বাসায় কেউ আসলে কিন্তু আর সীমা থাকে না,, আবার চলে যাওয়ার সময় কষ্ট পাওয়ারও আবার অপেক্ষা রাখে না মন।
তবে আপনি যে তাদের কে ঘুরতে নিয়ে গিয়ে অনেক আনন্দ করেছেন,, এটা শুনে ভালো লাগলো,, ঘুরতে গেলে এমনিতে মনটা ভালো লাগে সেই সাথে যদি আরো কাছের মানুষগুলো থাকে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখার মত হয় তাহলে তো কথাই নেই ,, আপনার খালা শাশুড়ি কিন্তুু ঠিকই বলেছি এমন আনন্দের দিন সত্যি মনে রাখার মত।।।
আপনার মন্তব্য পড়ে সত্যিই খুব ভালো লাগল! ছোটবেলার স্মৃতিগুলো এমনিতেই অমূল্য, আর সেগুলো কোনোভাবে মনে পড়ে গেলে মনের ভেতর যেন এক ধরনের উষ্ণতা কাজ করে। আপনার কথাগুলো একদম ঠিক,পরিবারের কাছের মানুষদের সঙ্গে কাটানো এমন মুহূর্তগুলোই জীবনে বিশেষ হয়ে থাকে।
আমার খালা শাশুড়ির সেই কথাটাই সবচেয়ে ভালো লেগেছিল, কারণ এমন দিনগুলো সত্যিই মনে রাখার মতো। আপনার এই সুন্দর অনুভূতিগুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ!
TEAM 06
Congratulations!!!
your post has been supported. We support quality posts, good comments anywhere and any tags.
Curated By : @wirngo
Thank you