You are viewing a single comment's thread from:

RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)

in Incredible Indialast year

মজার লেখা কেউ লেখে না!
মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসাতে পারা কঠিন কাজ।

আপনি একদম সত্যি কথা বলেছেন দিদি মানুষকে কাঁদানোর সহজ কিন্তু হাসাতে পারা কঠিন। মজার লেখা কেউই লিখে না।। প্রকৃতপক্ষে অত্যন্ত রস্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব না হলে মজার লেখা তার ভেতর থেকে আসবেও না। আমি অনেকের লেখা দেখলে মনে হয় যেন লিখতে হয় হয় বলে তারা লিখে। ফলে এইসব লেখা থেকে ভালো কিছু আশা করা কঠিন।

এছাড়া সমর্থন পাওয়ার আশায় ডেইলি ডায়েরি গেমে এত বেশি জোর দেওয়া হচ্ছে যে লেখার মূল উদ্দেশ্যটায় হারিয়ে যাচ্ছে। নিজের ভেতরের ভাবনাগুলো, নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার যে লক্ষ্য নিয়ে লিখতে বসার কথা ছিল তা কোন না কোন ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বলে আমার মনে হয়।
তবে এতকিছুর ভিড়ে ও মাঝে মাঝে সত্যিই কিছু চমৎকার লেখা চোখে পড়ে। তখন খুব ভালো লাগে। তখন মনে হয় যেন ষ্টিমিটে না থাকলে এই লেখাগুলো আমার কখনো পড়া হতো না।

যাইহোক দিদি চমৎকার একটি লেখা আপনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96461.55
ETH 2689.89
SBD 0.66