যেহেতু বাংলাদেশে আমি এখন নাই ওই জন্য বর্তমানে শীতের অনুভব টা বুঝতে পারছি না। আমি যেখানে থাকি সেখানে শীত বা গরম সব সময় থেকে থাকে রাতে আমাদের এখানে শিত লাগে এবং দিনের বেলা গরম লাগে। এই আবহাওয়াটা বারো মাস এখানে থাকে যাই হোক বাংলাদেশে থাকতে সকালের ঠান্ডা অনুভব টা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এবং মন চাইতো না কম্বল থেকে বিছানা ছাড়তে। এবং হালকা ঠান্ডার মধ্যে রুটি এবং যে কোন একটি ভাজি খেতে আসলে অনেক ভালো লাগে যাইহোক সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমরা বই পুস্তকে পড়েছি ছয় রোদের দেশ বাংলাদেশ তবে এখন মাত্র দুইটা রীতি অনুভূত হয় শীতকাল এবং গ্রীষ্মকাল। ছয় মাস খুবই গরম পরছে এবং এখন শীতকাল শুরু হচ্ছে হয়তো ছয় মাস না থাকলেও চার মাস থাকবে শীতকাল।
শীতকালে শীতে সকালটা খুবই আরামদায়ক। বিছানা ছাড়তে ইচ্ছে করে না। তারপরও উঠতে হয় সকালবেলার নাস্তা বা বানানো বাচ্চা সামলানো অনেক কাজ থাকে।