আমি আমার আজকের দিনটি যে ভাবে কাটিয়ে ছিলাম।

in Incredible India9 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আজকে সারাদিনের কিছু কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম আবারো আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে নতুন করে কিছু বলার নেই। প্রতি দিন যেমন সময় কাজে যাওয়ার জন্য গোসল করে রেডি হয়ে যাই। ঠিক আজো সেই ভাবে রেডি হয়ে নিয়ে ছিলাম।

1000035117.jpg

কিন্তু আজ কয়েক দিন ধরে ওপরে কাজ করছি যেখানে আজ আমাদের কাজ ছিলো খুবই সীমিত। আমরা যারা এক সাথে কাজ করি তারা সবাই এক হয়ে সবাই কাজে চলে যায়। এবং আমাদের এখানে যে দায়িত্বে আছে সে আমাকে বলল একটু উপরে গিয়ে দেখার জন্য। কারণ আমাদের ওপরে কাজ ছিলো খুবই অল্প। তাই আমি ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার জন্য পরিস্থিতি নিয়ে ছিলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়।

1000035101.jpg

যেহেতু খোলা আকাশের নিচে কাজ করতে হবে। তাই বৃষ্টি আসলে আমাদের কাজ থাকে না। তাই বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত আমি বসে থাকি তাদের সাথে। তাদের সাথে বসে থেকে কিছুটা সময় পার করি এবং আমরা অনেক গল্প করেছিলাম। অনেক দিন পরে কাজের মধ্যে আজকে গল্প করলাম। সবাই নিজেদের পরিবারের কথা বলছিল যে গুলো শুনে ভালো লাগছিল।

1000035100.jpg

যাই হোক সেখান থেকে ধীরে ধীরে আমি ওপরে চলে যাই বৃষ্টি থেমে গেলে। উপরে গিয়ে দেখতে পেলাম রড এখনো ভালো ভাবে দেয়া হয়নি। আসলে রড না দেওয়া হলে আমাদের কাজ হবে না। তাই রড না দেওয়া পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তখন কয়েকটা ছবি আমি সেখান থেকে ধারণ করেছিলাম। রাস্তার ছবি ধারণ করি। এবং পাহাড়ের দৃশ্য ধারণ করেছিলাম। অনেক দূর থেকে পাহাড় দেখতে অনেক ভালো লাগছিল। নিজের মনে অন্যরকম একটি প্রশান্তি নিয়ে আসে। এমন দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে আমাদের।

1000035098.jpg

যাইহোক আমি সেখান থেকে চলে আসি নিতে এসে আরও একটি জায়গায় কাজ দেখছিলাম। কিন্তু সেই জায়গায় আমাদের আজ কাজ ছিলো না। নিচে আরও যে দুইটি ভাই ছিলো তাদের কাছে আমি ফোন দিয়ে বললাম কাজের তো খুবই সমস্যা। তারা তখন আমার বলেছিল যদি ওপরে কোন কাজ থাকে টুকি টাকি তাহলে সে গুলো শেষ করে আমি যেনো নিচে আসে। এবং দুপুরের খাওয়ার পরে আমরা সবাই এক সাথে আবার কাজে যাবো।

1000035095.jpg

তাই আমি আবার ওপরে চলে যাই গিয়ে ভালো ভাবে দেখছিলাম আর কোথাও কাজ আছে কি না। এবং অল্প কিছু কাজ আমি সেখানে খুঁজে পাই। যে কাজ গুলো শেষ করে আমি সেখান থেকে চলে আসি। এবং আমি যখন নিচে চলে আসি তখন আমাকে বলল তাহলে তুমি রুমে চলে যাও এবং এক টার সময় চলে আসবে কাজে যাওয়ার জন্য। গিয়ে কিছুটা সময় বসে মোবাইলে কাজ করেছিলাম মানে কমেন্ট করেছিলাম।

1000035096.jpg

আসলে এই প্রবাসে আমি যতটুকু সময় পাই কমিউনিটিতে ঢুকে কিছুটা সময় দিতে চাই। কারণ এমনি নির্দিষ্ট একটি সময় বের করে কমিউনিটিতে সময় দেওয়া আমার জন্য অনেক কষ্ট কর হয়ে যায়। তারপরও যতোটুকু সময় আমি পাই ততটুকু সেখানে আমি ঢুকে যাই। এবং দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে চলে আসি কাজে যাওয়ার জন্য আবার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে যায় উপরে কাজে এবং সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক গুলো কাজ বেরিয়ে গিয়েছে।

1000035099.jpg

পাঁচটার দিকে আমরা কাজ গুলো সম্পন্ন করে নিতে চলে আসি। নিচে এসে গোসল করে ফ্রেস হয়ে রুমে গিয়ে রান্নার কাজ গুলো শেষ করি। রান্নার কাজ শেষ হয়ে যাওয়ার পরে নিজের শরীরটি খুব বেশি ভালো লাগছিল না নিজের কাছে। যাই হোক রান্নাঘর থেকে চলে যায় সোজা রুমে। সেখানে গিয়ে অনেক বেশি ঠান্ডা অনুভব করতে পারি আমি। কেনো জানি হঠাৎ করে ঠান্ডা লাগছে আমার। কিছুই ভালো লাগছিল না কিছু সময় ঘুমিয়ে ছিলাম। আসলে আমি কোনদিন কাজ শেষ করে এমন সময় ঘুমিয়ে থাকি না। কিন্তু আজকে শরীরটা ভালো লাগছিল না বলে কিছুটা সময় ঘুমিয়ে ছিলাম।

1000035097.jpg

ঘুম থেকে উঠে দেখতে পেলাম আটটা বেজে গিয়েছে তখন হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম দুটো খাওয়ার জন্য। খাওয়া-দাওয়া শেষ করে মোবাইলটা নিয়ে লিখতে বসলাম আপনাদের মাঝে। এভাবে আজকে আমার দিনটা কেটে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 8 days ago 

আপনারা যেহেতু রাজ মিস্ত্রির কাজ করেন। তাই অনেকটা উপরে উঠে আপনাকে কাজ করতে হয়। একদম ঠিক বলেছেন ডালায় দেয়ার আগে, যদি ভালোভাবে না দেয়া হয় তাহলে সেখানে ভালোভাবে কাজ করা যায় না। তবে বৃষ্টি আসার কারণে আপনারা কিছুটা প্রশান্তি অনুভব করতে পেরেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 7 days ago 

আসলে সত্য কথা বলতে আপু আমি রাজ মিস্ত্রির কাজ করি না। আমি কাজ করি এছির আসলে আমাদের এছির কিছু পাইপ সেখান দিয়ে যাবে তাই রড না দেওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারি না। শুধু আমরা নয় আরো অনেকে আছে। রড না দেওয়া পর্যন্ত তাদের কাজ হয় না। আসলে মাঝেমধ্যে কাজের সময় যখন বৃষ্টি আসে তখন অনেক ভালো লাগে এবং কিছুটা সময় রেস্ট নিতে পারি তাই আরো বেশি ভালো লাগে।

খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 7 days ago 

প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ভেবেছিলাম যে আপনি রাজ মিস্ত্রির কাজ করেন। তবে এখন জানতে পারলাম আপনি এসির কাজ করেন। এবার বুঝতে পেরেছি আপনারা কেন কাজ করতে পারেননি। রড না থাকলে তো আপনারা ওখানে ফাইভ নিতে পারবেন না। আর ফাইভ যদি না যায় তাহলে আপনারা সেখানে তার প্রবেশ করাতে পারবেন না। একদমই ঠিক বলেছেন এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়, তাহলে বেশ ভালোই লাগে। ধন্যবাদ বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করার জন্য। ভালো থাকবেন।

 9 days ago 

আপনি আজকের দিনটা যেভাবে কাটিয়েছেন খুব ভালোভাবেই আমাদের কাছে সেটা উপস্থাপনা করছেন। মূলত রডের কাজ শেষ হলে আপনাদের কাজ শুরু হয় সেই সাথে যারা ঘর কারেন্টের কাজ করে তাদের ও একই সময় কাজ করতে হয়।

 7 days ago 

আপনি যেহেতু মালয়েশিয়ায় আছেন এবং আপনি কিছুটা আমাদের কাজ সম্পর্কে জানেন তাই আপনি এটি অনুভব করতে পারেন। আসলে রড না দেওয়া পর্যন্ত আমাদের বসে থাকা ছাড়া আর কোন উপায় ছিলো না। তারা রড দিয়ে চলে যাওয়ার পরে আমরা কাজ শুরু করি। যাই হোক খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 9 days ago 

আচ্ছা আপনার সারাদিনটা কেমন কেটেছে সে বিষয় নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেই সাথে সাথে যে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেগুলো অসাধারণ ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং দোয়া করব খুব দ্রুত যাতে আপনি সুস্থ হয়ে ওঠেন।

 7 days ago 

আমার ধারণা করা ছবি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে অনেক আনন্দিত অনুভব করতে পারছি আমি। এবং সুস্থতা কামনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রোদের মধ্যেও সারাদিন পরিশ্রম করলে মাঝেমধ্যে এমন নিজের শরীর খারাপ হয়ে যায়। যাই হোক আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য ও শুভকামনা রইল।

 8 days ago 

বিল্ডিংয়ের উপরে কাজ করা সবসময় ঝুকিপূর্ণ। অবশ্যই এখানে কাজ করলে সতর্কতার বিকল্প নেই।বৃষ্টি আসার কারনে আপনার কাজ কিছুক্ষণের জন্য স্থগিত ছিলো।এরপর বৃষ্টি থেমে গেলে আপনি উপরে গিয়ে সুন্দর একটা দৃশ্য উপভোগ করেন।আসলে বৃষ্টির পর সবকিছুই সুন্দর দেখায়।আপনি এতো ব্যাস্ততার মাঝেও কমিউনিটিতে সুন্দরভাবে সময় দিয়ে থাকেন।ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

বাহিরে যখন এসেছি তাহলে একটু ঝুঁকিপূর্ণ কাজ অবশ্যই করতে হবে। এটি করতে করতে এখন অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে। এটা ঠিক বৃষ্টি হওয়ার পরে আকাশের রং অনেক সুন্দর দেখায় এবং এটি আমি অনেক উপভোগ করি। আসলে ব্যস্ততা সময়ের মধ্যেও কমিউনিটিতে কিছু সময় না দিয়ে থাকতে পারিনা। যতটুকু সময় পাই আপনাদের মাঝে সময় দেয়ার চেষ্টা করি। যাইহোক খুবই সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

Loading...
 8 days ago 

আপনার এই ছবি গুলো দেখলেই তো পা কাপে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেন আপনি। আসলে প্রবাস জীবন কতটা কশটের মাঝে কাটে তা আপনার লেখা গুলো পড়লে ভালো ভাবে টের পাই। সাবধানে থাকবেন ভাই, অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 7 days ago 

আসলে এখানে অনেক মানুষ আছে আমাদের চেয়েও আরো বেশি ঝুঁকিপূর্ণ কাজ করে। প্রথম প্রথম আমারও অনেক ভয় লাগতো কিন্তু ধীরে ধীরে সবকিছু অভ্যস্ত হয়ে গিয়েছে। যাইহোক খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 8 days ago 

আপনকে উপরে কাজ করতে হচ্ছে । কিন্তু বৃষ্টি আসার জন্য আপনাদের কাজ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তখন আপনারা সবাই মিলে গল্প করেন । আপনার কাজের জায়গা থেকে তোলা ছবিগুলি খুবই সুন্দর।
আপনার জন্য এতো পরিশ্রম করার পরে কমুইনিটিতে সময় দেয়াটা কষ্টকর সেটা বুঝতে পারি।
তারপরও জীবনে সফলতা অর্জন করতে হলে কষ্টতো করতেই হয়।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 7 days ago 

এই কথাটি আমরা সবাই জানি পরিশ্রম ছাড়া জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না। যেকোনো জায়গায় পরিশ্রম করলে আমরা অবশ্যই ভালো কিছু পেয়ে থাকি। তাইতো জীবনে কিছু করার জন্য এই পরিশ্রম করে যাচ্ছি। এবং ইনশাল্লাহ জীবনে আরও ভালো কিছু হবে। আপনার মূল্যবান সময় ব্যয় করে খুবই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 6 days ago 

ভাই প্রথমেই বলবো সাবধানে কাজ করিয়েন ।।
কারণ পোষ্টের মাঝে যে ছবিগুলো এগুলো দেখেই তো আমার ভয় লাগছে। আর এর উপরে উঠে আপনি কাজ করে যাচ্ছেন দিনের পর দিন।
হয়তো আপনার মত শত শত মানুষ এখানে কাজ করছে, এখানে কাজ করা,প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ। তবে আমাদের সব সময় সাবধান এবং সতর্কভাবে চলাফেরা করা
উচিত। প্রবাসীর জীবন সত্যিই অনেক কষ্টের যেটাই পোস্টটা পড়ে আবার মনে হলো

ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 days ago 

ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য এবং আমাকে সতর্ক হওয়ার কথা বলার জন্য। আসলে প্রতি দিন এখানে আমরা কাজ করি এবং এখানে এখন বর্তমানে কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে অনেক উপরে কাজ করতে আমারও একটি সময় অনেক ভয় লাগতো।

জি এখানে অনেক মানুষ কাজ করে এবং হয়তো বা তাদেরও এখন বর্তমানে অভ্যাস হয়ে গিয়েছে ওপরে কাজ করতে এবং আমরা যখন কাজ করি সতর্ক হয়ে কাজ করি কিন্তু বিপদ যদি আসে তাহলে আমরা কখনো বিপদ ধরে রাখতে পারবো না।

 4 days ago 

আপনার অনেক পোস্ট পড়ে জানতে পারি আপনি একটু পরিশ্রমের কাজে করেন।। বর্তমানে উপরে কাজ করছে আর কাজের সময় বৃষ্টি আসলে একটু সমস্যাই হয়।। অবশ্যই যেখানে কাজ করেন না কেন সতর্ক অবলম্বন করে কাজ করবেন কারণ কখন বিপদ চলে আসে সেটা আমরা কেউই জানিনা।।

 4 days ago 

সতর্ক হয়ে ভাই কাজ করি তবে বিপদ যদি আসে আমরা কখনো বিপদ কে ধরে রাখতে পারব না এবং কি ভাবে বিপদ আসবে আমরা কেউ বলতে পারব না তবুও চেষ্টা করি নিজে সতর্ক হয়ে কাজ করার জন্য। ধন্যবাদ খুবই সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 4 days ago 

সৃষ্টিকর্তা যদি বিপদ কপালে লেখে রাখে তাহলে সেটা আমরা কখনোই আলাদা করতে পারবো না।। তারপরও আমাদের প্রতিটি মানুষের সতর্ক হয়ে যেকোনো কাজ করতে হবে কারন সৃষ্টিকর্তা নিজেই বলেছে আপনি সতর্ক হয়ে চলুন।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62954.14
ETH 3466.39
USDT 1.00
SBD 2.51