আপনার পোস্টটি পড়ে মনটা বেশ খারাপ হয়ে গেল। মানুষ সারাজীবন বেঁচে থাকে না। এই নির্মম সত্য আমাদের সবার মেনে নিতে হবে। সকলের জীবন নিয়ে এমন একটি নির্মম মুহূর্ত আশে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি করবী দিদি শ্বশুরমশাই যেন স্বর্গবাসী হন। এই নির্মল সত্যতা থেকে আমরা কখনই বের হতে পারব না। কখনো না কখনো আমাদের সবার এরকম একটা সময় আসবে যে আমাদের প্রিয় মানুষটিকে হারাতে হবে।
ভালো থাকবেন দিদি।