🌻 উপহার 🌻

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ শারিরীক ভাবে অন্তত সুস্থ আছি। মাঝে আমার অসুস্থতা, মানসিক অশান্তি, তারপর পূজার জন্য সবমিলিয়ে অনেক লম্বা বিরতি হয়ে গেছে আপনাদের সকলের সাথে। আসলে আমার বাংলা ব্লগ পরিবারটাকে আমার ভালো থাকার মাধ্যম হিসেবেই বেশি দেখা হয়, আরেকটা পরিবার হিসেবেই বেশি দেখা হয়। তাই এমন দীর্ঘ বিরতির পর আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করছি এখন থেকে বিরতিহীন ভাবেই আগের মতোন নিয়মিতভাবে কাজ করে যেতে পারবো আপনাদের মাঝে। এবং আশা করবো সেই ধারাবাহিকতায় কোন ব্যতিক্রম ঘটবে না। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷

IMG20241027160101.jpg


উপহার পেতে তো সবার ই ভালো লাগে। সে যে কোন উপহার ই হোক না কেন! উপহার মানেই আমার কাছে টোকেন অফ লাভ। কোন মানুষ যদি কাউকে মনে, কাউকে ভালোবেসে কারোর জন্য কিছু কিনে উপহার দেয়, তার আসলেই কোন আর্থিক মূল্য হয় না। উপহারের বস্তু যাই-ই হোক না কেন, দামী হোক বা কম দামী, তা সবসময়ই অমূল্য।

IMG20241027160158.jpg



আমার জন্মদিন নিয়ে একটি সারপ্রাইজ এর পোষ্ট ইতিমধ্যে আপনাদের শেয়ার করেছিলাম। আমার এক ননদ ময়মনসিংহ থেকে আমার জন্মদিনে হুট করে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিলো। সেই ননদ এর সাথে আমার সম্পর্ক ভীষণ ই বন্ধুত্বপূর্ণ। আমাদের পছন্দ অপছন্দ ভীষণ মিলে। ও যখন ই বাসায় আসে, সে কয়টা দিন আমরা একসাথে ভীষণ মজা করে, আনন্দ করে সময় কাটাই। তো, সে এবার জন্মদিনে আমার জন্য ওর পছন্দের দুইটি বই গিফট করেছে। যদিও, সে যে ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছে আমার জন্মদিন উপলক্ষে, সেটাই আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং ছিলো 😍। আগেই বললাম, ওর সাথে আমার পছন্দ, স্বভাব বেশ মিলে। আমার মতো ওর ও বই পড়ার বেশ অভ্যাস রয়েছে। আমরা দুজন নিজেদের মধ্যে বই শেয়ার করেও পড়ি। আবার যে বই ভালো লাগে, সেটা নিয়ে একজন আরেকজনের সাথে ডিসকাস করি, আড্ডা মারি। আমি আগে শুধুমাত্র বাংলা সাহিত্যই পড়তাম। ওর থেকে জেনে, শুনেই আস্তে আস্তে ইংরেজি সাহিত্যেও বিচরণ শুরু করেছি। মূলত এবছরের শুরু থেকেই ইংরেজি বই টুকটাক পড়া শুরু করেছি।

IMG20241027160114.jpg


সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে, ও নিজের হাতে দুইটা বুকমার্ক ও তৈরি করে এনেছে। আমাদের রেডিমেড গার্মেন্টস কেনার সময় এর সাথে যে বিভিন্ন ট্যাগ থাকে, সেই ট্যাগ কে রিসাইকেল করে নিজের মূল্যবান সময় দিয়ে দুইটি বুকমার্ক ও বানিয়ে এনেছে। কিউট কিউট দুইটা বুকমার্ক ই 😍😍। যারা বই পড়ে, তাদের বুকমার্ক এর প্রতিও একটা দুর্বলতা থাকেই। কারণ বুকমার্ক হচ্ছে বই এর সংগী। একটা বই একবারে তো পড়া শেষ করা হয়ে উঠে না। তাই কোথায় শেষ করা হয়েছিলো, সেখান থেকে পরের বার শুরু করার জন্য বুকমার্ক ভীষণ ই কাজের একটা জিনিস। যারা বই ভালোবাসে, তারা তো আর বইএর কাগজ ভাজ করতে পছন্দ করে না। তো জন্মদিনে এমন পছন্দের কিউট কিউট বই আর বুকমার্ক উপহার পেয়ে আমি তো ভীষণ ই খুশি হয়েছিলাম। যদিও এখনো পড়া শুরু করা হয় নি বই দুটোর কোনওটাই। তবে বর্তমানে যেটি পড়ছি, সেটি শেষ করেই এই দুটো বই এর থেকে একটি শুরু করবো অবশ্যই।

আজ আর কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

PUSS.png

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

অনেকদিন পর আবার আপনার পোস্ট পড়লাম৷ কেমন আছেন আপনি?

বই এর মতো উপহার হয়না পৃথিবীতে। যারা বই দেয় তাদের কে আমার খুবই ভালো লাগে৷ হয়তো বইয়ের প্রতি আমার নিজের দুর্বলতা বেশি তাই৷ আপনার দুটি বই ভালো। আমি আবার আগাথা ক্রিস্টির ফ্যান। উপরি পাওনা হিসেবে দুটি বুকমার্ক পেয়েছেন। সেটিও বেশ সুন্দর হয়েছে। রিসাইকেল করাও একটি ক্রিয়েটিভিটি৷ এপর বইগুলোর রিভিউর অপেক্ষায় রইলাম।

 4 months ago 

হ্যা দিদি। বেশ অনেক দিন পর। আশা করছি এবার থেকে একদম নিয়মিত হবো। বই দুটোর কোনটা দিয়ে পড়া শুরু করবো বলেন তো? অবশ্যই চেষ্টা করবো রিভিউ শেয়ার করার।

 4 months ago 

উপহার পেতে সবারই ভালো লাগে। উপহার যেটা হোক না কেন সেটা অনেক বেশি দামি। আর সেটা যদি বই হয় তাহলে তো কথাই নেই। বই আর ফুল উপহার পেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বুকমার্ক গুলো বেশ কিউট। আমার একজন স্টুডেন্ট একবার আমাকে এরকম বুকমার্ক গিফট করেছিল। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

বাহ! উপহারের ক্ষেত্রে আপনার আর আমার পছন্দ তো একদম মিলে গিয়েছে আপু! আর বইপ্রেমীদের বুকমার্ক এর প্রতি দুর্বলতাও কমন 🤭। আমি তো ভীষণ খুশি হয়েছি এমন উপহার পেয়ে।

 4 months ago 

আমি এটা দেখেছি যারা বই পড়ে তাদের মধ্যে বেশ কিছু দারুণ মিল থাকে। প্রথমে আমি দেখে ভেবেছিলাম বুকমার্ক টা হয়তো কিনে নিয়ে আসা। কিন্তু নিজে তৈরি করেছে। সত্যি চমৎকার ছিল বুকমার্ক টা। আর একজন পাঠকের কাছে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে।

 4 months ago 

আসলেই ঠিক বলেছেন! বইপ্রেমীদের মাঝে কিছু কিছু বিষয় বেশ কমন থাকে! সেই বিষয় গুলো বাকিরা ওভাবে কানেক্ট করতে না পরলেও, বইপ্রেমীরা ঠিকই কানেক্ট করতে পারবেন!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67