উপহার পেতে সবারই ভালো লাগে। উপহার যেটা হোক না কেন সেটা অনেক বেশি দামি। আর সেটা যদি বই হয় তাহলে তো কথাই নেই। বই আর ফুল উপহার পেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বুকমার্ক গুলো বেশ কিউট। আমার একজন স্টুডেন্ট একবার আমাকে এরকম বুকমার্ক গিফট করেছিল। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বাহ! উপহারের ক্ষেত্রে আপনার আর আমার পছন্দ তো একদম মিলে গিয়েছে আপু! আর বইপ্রেমীদের বুকমার্ক এর প্রতি দুর্বলতাও কমন 🤭। আমি তো ভীষণ খুশি হয়েছি এমন উপহার পেয়ে।