আমি এটা দেখেছি যারা বই পড়ে তাদের মধ্যে বেশ কিছু দারুণ মিল থাকে। প্রথমে আমি দেখে ভেবেছিলাম বুকমার্ক টা হয়তো কিনে নিয়ে আসা। কিন্তু নিজে তৈরি করেছে। সত্যি চমৎকার ছিল বুকমার্ক টা। আর একজন পাঠকের কাছে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে।
আমি এটা দেখেছি যারা বই পড়ে তাদের মধ্যে বেশ কিছু দারুণ মিল থাকে। প্রথমে আমি দেখে ভেবেছিলাম বুকমার্ক টা হয়তো কিনে নিয়ে আসা। কিন্তু নিজে তৈরি করেছে। সত্যি চমৎকার ছিল বুকমার্ক টা। আর একজন পাঠকের কাছে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে।
আসলেই ঠিক বলেছেন! বইপ্রেমীদের মাঝে কিছু কিছু বিষয় বেশ কমন থাকে! সেই বিষয় গুলো বাকিরা ওভাবে কানেক্ট করতে না পরলেও, বইপ্রেমীরা ঠিকই কানেক্ট করতে পারবেন!