"অবশেষে সক্ষম হলাম"
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।
অবশেষে সক্ষম হলাম: মানুষ সর্বশ্রেষ্ঠ জীব।মানুষ পারে না এমন কিছু নেই আমরা সবাই মনেপ্রাণে বিশ্বাস করি সেটা।তবে কয়েকবার ব্যর্থ হওয়া জিনিস যদি সফলতা ফিরে পায় তাহলে তার আনন্দ বোধহয় দ্বিগুণ হয়ে যায়।খুবই বড়ো বিষয় নয় সেটা ক্ষুদ্র বিষয়েও অফুরন্ত আনন্দ লুকিয়ে থাকে।ঠিক তেমনই আমার ছোট্ট একটি ব্যর্থতা রয়েছে।যেটা কয়েকবার ব্যর্থ হয়ে এখন আমি সফল হয়েছি।ছোটবেলা থেকেই বাগান করা আমার শখ।বিশেষ করে নানান ফুল গাছের বাগান করতে আমার বেশ ভালো লাগে।তবে আমি কয়েকবার এলোভেরা গাছ লাগিয়েও ব্যর্থ হয়েছি।আসলে সবার হাতে সব রকম গাছ ফলে না এটাও সত্য।তবে মানুষ চাইলে নিজ হাতে তার ভাগ্যকে বদলাতে পারে বলে আমি বিশ্বাস করি। যাইহোক প্রতিবেশী এক দিদির বাড়ি থেকে পূর্বে কয়েকবার দেশি এলোভেরা গাছ নিয়ে এসেছিলাম।কিন্তু শুধু মাটিতে লাগানোর ফলে কয়েক দিন পরেই পচে মারা যায়।তাই এইবার দুটি এলোভেরা গাছ নিয়ে এলাম বাড়িতে।ইউটিউবের মাধ্যমে কিছুটা তথ্য সংগ্রহ করলাম কিভাবে এলোভেরা গাছ লাগানো যায় তার।তারপর সেই মতো লেগে পড়লাম কাজে।
■উপকরণসমূহ:
1.দেশি এলোভেরা গাছের চারা-2 টি
2.মাটির পাত্র- 2 টি
3.শুকনো গোবর
4.মাটি
5.জল■এলোভেরা গাছ লাগানোর পদ্ধতিসমূহ:
প্রথমে আমি কিছু শুকনো গোবর সংগ্রহ করলাম তারপর গোবরগুলি ঝরঝরে করে গুঁড়ো করে নিলাম।গোবরের সমান পরিমানে ঝরঝরে মাটি সংগ্রহ করে নিলাম।এবারে দুটি মাটির পাত্র নিয়ে নিলাম।সমপরিমাণ মাটি ও গোবর একত্রে মিশিয়ে নিলাম এবং দুটি মাটির পাত্র ভরে নিলাম।এবারে এলোভেরা গাছের চারা দুটি যত্নসহকারে লাগিয়ে দিলাম।পরে হালকা জল উপর থেকে হাত দিয়ে ছিটিয়ে দিলাম।এইভাবে কয়েকদিন জল দিতে থাকলাম কিন্তু গাছের চেহারা লাল রঙের হয়ে যেতে লাগলো।ভাবলাম এইবারেও হয়তো ব্যর্থ হবো কিন্তু এখন দেখলাম কয়েকদিন বৃষ্টির জল পেয়ে ধীরে ধীরে সবুজ বর্ন ধারণ করেছে।এছাড়া এলোভেরা গাছগুলি ঈশ্বরের কৃপায় অনেকটা সতেজ ও বড়ো হয়েছে।কয়েকটি বাচ্চা চারা জন্ম নিয়েছে গাছের শিকড় থেকেও।যেটা দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল তাই আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম।
আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸
অভিবাদন্তে: @green015
আপু আপনি ঠিক বলেছেন মানুষ পারেনা এমন কোন কাজ নেই ।মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। এটা আপনি ঠিক বলেছেন অনেকের হাতে অনেক গাছ ফলে না ।তবে আপনি কয়েকবার চেষ্টা করার পর,অবশেষে খুব সুন্দর করে এই অ্যালোভেরা গাছটিকে বড় করতে পেরেছেন। গাছ রোপনের পদ্ধতি ও খুব ভালো হয়েছে। আমার আম্মু এভাবেই গাছ রোপন করে।
আপনার আম্মুর কথা জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Thank you 💝.
দিদি আপনি বাগান করতে খুব পছন্দ করেন।কিন্তু এলোভেরা গাছ লাগানোর পর মরে গিয়েছিল।তাই এবার ইউ টিউব দেখে কিছু ধারনা নিয়ে গাছ লাগিয়ে বেশ সফল হয়েছেন দেখছি।ফটোগ্রাফিতে বেশ বোঝা যাচ্ছে গাছগুলো খুব তরতাজা হয়ে বাড়ছে।আপনি ব্যর্থতা থেকে সফল হলেন নিজের চেষ্টায়।খুব ভাল লাগলো দেখে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ,ব্যর্থ হয়ে সফল হওয়ার মাঝেই আনন্দ আপু।ধন্যবাদ আপনাকে।
এলোভেরা গাছ খুবই যত্ন করে লালন করতে হয়। এলোভেরা গাছে পানি দেওয়া যায় না একদম। তাহলে পচে যায়। আর মাটিগুলো সব সময় নরম রাখতে হয়। যাই হোক আপনি অবশেষে সক্ষম হয়েছেন জেনে ভালো লাগলো। গাছ দেখতে অনেক সুন্দর লাগছে আপু।
আপু ,মাটি শুকিয়ে গেলেই আমি জল দিয়ে দিই।না হলে লাল রঙের হয়ে যায়, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন দিদি , ব্যর্থতার পর সফলতা আসলে অনেক ভালো লাগে ৷ সেটা যে কোনো কাজে ৷ আপনি পর পর কয়েক বার এলোভেরা গাছ লাগিয়েও বাঁচাতে পারেন নি ৷ এরপর ইউটিউব থেকে তথ্য নিয়ে সুন্দর ভাবে গাছ দুটি বড় করতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে আপনার সুন্দর অনুভুতি শেয়ার করার জন্য ৷
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
কথাটা ঠিক বলেছেন আপু কয়েকবার ব্যর্থ হওয়ার পর যখন সফলতা পাওয়া যায় তখন মনে অনেক বেশি আনন্দ অনুভূত হয়। আনন্দ আগের থেকেও দ্বিগুণ হয়ে যায়। আর আপনি পূর্বে কয়েকবারের অ্যালোভেরা গাছ লাগানোর পর সেগুলো মারা যেত। কিন্তু পরবর্তীতে সঠিক নিয়মে গাছ রোপন করার পর গাছগুলো এখন টিকে গিয়েছে এবং ছোট ছোট চারা বের হয়েছে। আসলে অনেক সময় অনেক কিছু যত্ন থেকেও বেড়ে উঠতে পারে না। তবে এলোভেরা গাছগুলো খুব নিয়ম করে রোপন করতে হয় তা না হলে গাছগুলো টিকে না।
ঠিকই বলেছেন ভাইয়া, এলোভেরা গাছ খুবই সফট টাইপের।ধন্যবাদ আপনাকে ও।
আমার মন্তব্যের সুগঠিত ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ঠিক বলছেন আপু মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের সাধ্যের বাইরে কিছু নেই। আমি আপনার সাথে একমত মানুষ নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। অনেকবার বাগান করে ব্যর্থ হবার পর অবশেষে সফল হয়েছেন আপনি। এলোভেরা গাছ সুন্দর হয়েছে দেখতে। অনেক ভালো একটি কাজ করেছেন বাড়ির মধ্যে এলোভেরা গাছ লাগিয়েছেন। এলোভেরা গাছ বিভিন্ন ঔষধি হিসেবে কাজ করে।
সত্যিই তাই ,মানুষ চাইলে তার ভাগ্যকে ও পরিবর্তন করতে পারে।ধন্যবাদ আপনাকে।
আপু সাধারণত চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপনার এলোভেরা গাছটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের বাসার মধ্যেও একটি অ্যালোভেরা গাছ আছে। কালকে আমিও সেটা আপনার দেখানো পদ্ধতি অনুযায়ী লাগানোর চেষ্টা করবো। ধন্যবাদ আপু।
আপনার বাসায় এলোভেরা গাছ আছে জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ।