আপু আপনি ঠিক বলেছেন মানুষ পারেনা এমন কোন কাজ নেই ।মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। এটা আপনি ঠিক বলেছেন অনেকের হাতে অনেক গাছ ফলে না ।তবে আপনি কয়েকবার চেষ্টা করার পর,অবশেষে খুব সুন্দর করে এই অ্যালোভেরা গাছটিকে বড় করতে পেরেছেন। গাছ রোপনের পদ্ধতি ও খুব ভালো হয়েছে। আমার আম্মু এভাবেই গাছ রোপন করে।
আপনার আম্মুর কথা জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।