কথাটা ঠিক বলেছেন আপু কয়েকবার ব্যর্থ হওয়ার পর যখন সফলতা পাওয়া যায় তখন মনে অনেক বেশি আনন্দ অনুভূত হয়। আনন্দ আগের থেকেও দ্বিগুণ হয়ে যায়। আর আপনি পূর্বে কয়েকবারের অ্যালোভেরা গাছ লাগানোর পর সেগুলো মারা যেত। কিন্তু পরবর্তীতে সঠিক নিয়মে গাছ রোপন করার পর গাছগুলো এখন টিকে গিয়েছে এবং ছোট ছোট চারা বের হয়েছে। আসলে অনেক সময় অনেক কিছু যত্ন থেকেও বেড়ে উঠতে পারে না। তবে এলোভেরা গাছগুলো খুব নিয়ম করে রোপন করতে হয় তা না হলে গাছগুলো টিকে না।
ঠিকই বলেছেন ভাইয়া, এলোভেরা গাছ খুবই সফট টাইপের।ধন্যবাদ আপনাকে ও।
আমার মন্তব্যের সুগঠিত ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।