ভূতুড়ে রাস্তা কথা
দুই বন্ধু কাজ থেকে বাসায় আসার পথে। রাত১২টায় বেজে যাচ্ছে ।হঠাৎ তারা দেখেজে এক মাথা রাস্তা৭টি মাথায় পারিনিত হয়েছে। দুই বন্ধু ভয় পেয়ে জায় তখন
মেঘ থেকেও যেনো মুষূল ধারে বৃষ্টি নেমে আসছে। বৃষ্টি
মুষুল ধারে যখন এগিয়ে আসছিল তখন একটি রাস্তা ধরে তারা এগিয়ে যেতে লাগলো কিছুদূর চলার পথে একটি বাড়ি দেখতে পেলো। তারা তখন ওই বাড়িতে কিছুক্ষণ বৃষ্টির থামার জন্য অপেক্ষা করলো । যে কখন শেষ হবে বৃষ্টি । তখন তারা বাড়িতে ফিরবে। কিন্তু হঠাৎ দেখে যে সাত মাথার রাস্তায় যে পথে এসেছিল সেই পথটি হারিয়ে ফেলে । কিছু দূর যাওয়ার পথে তারা দেখতে পায় যে সাত মাথা রাস্তাটির মাঝে একটি বিশাল বড় বট গাছ দেখতে পেল। তারা যে আগের সাত মাথার রাস্তা দেখেছিল তার মত ছিল না । দুই বন্ধু বলে যে আমাদের সাথে কে মজা
করছে । হঠাৎ পাশে থেকে কে যেনো কান্না আওয়াজ শুনে।
দুই বন্ধু কান্না আওয়াজ টি শুনে ঐ পথে যাচ্ছিল। কিছু দূর না যেতে মিয়ের কান্নার আওয়াজ টি অনেক জরে শুনতে পায় । তার দেখতে পেল একটি ভূতুরে বাড়ি । কান্না আওয়াজ টি ঐ ভূতুরে বাড়ি থেকে আসছিল। তারা বিষয় টা বুঝতে পারল না। একা একটি মিয়ের কান্না কেন করছে ভূতুড়ে বাড়িতে। তারা দুই বন্ধু এই বিষয়টা জানতে চাইলে বাড়ির ভিতরে ঢুকতে যখন যায় । তখন একটি বৃদ্ধ লোক তাদের বলে যে বাড়িতে যেও না । তারা দুই বন্ধু বলে যে ভিতরে কী এমন আছে যে ভিতরে যাওয়া যাবে না। সেই বৃদ্ধ লোকটি বলল তোমরা কি জানতে চাও। এই মেয়েটি এমন করে কান্না করছে কেন ।সে বিষয়টি জানতে চাইলে তোমরা একটিবার আমার কথা শোনো ভিতরে যেও না। দুই বন্ধু বলল আচ্ছা আমরা তাহলে ভিতরে যাব না । তাহলে আপনি এই মেয়েটি কান্নার করার কারণটি বলেন। বৃদ্ধ লোকটি বলল তবে তাহলে তোমরা মন দিয়ে শোনো । দুই বন্ধু বৃদ্ধ লোকটির কথা শুনতে শুনতে দেখে। হঠাৎ কালো ঢাকা মেঘের রাতটি । সূর্যের আলো মত চোখে এসে পরল। তারা দুই বন্ধু তাকিয়ে দেখে যে সূর্য উঠছে। তারা দুই বন্ধু হঠাৎ পাশে থাকা বৃদ্ধ লোকটি হারিয়ে যায় ভূতুড়ে বাড়িটি দেখা যাচ্ছে না। তারা কাজ থেকে ফেরার পথে যে রাস্তায় আসতো সে রাস্তাটি দেখে এক রাস্তায় পরিণত হয়ে গিয়েছে। দুই বন্ধুর চোখে খুব ঘুম ছিল তারা এই বিষয়টি নজর আন্দাজ করেনি । তারা বাড়ি ফিরে একটু ঘুমানো চেষ্টা করলে তারা ঘুমাতে ব্যর্থ হয়। কারণ এই বিষয়টি তারা আর একটু গভীরভাবে জানতে। তারা এই বিষয়টি গভীরভাবে জানার জন্য তারা কাল রাত্রে আবার এই রাস্তায় আসার জন্য একটি পরিকল্পনা তৈরি করে । কিন্তু আগামীকাল যে রাস্তা ঘটনা ঘটেছিল সেটা আর ছিল না সাবেক রাস্তাটি ছিল। তারা এই বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা করতে গেলে তারা ব্যর্থ হয়ে যায়। তাই তারা এ কথাটি ছেড়ে দেয় আর এই কথাটি তারা আর মনে করতে চায়নি। কিছুদিন পর এই ঘটনাটি তাদের অন্য একটি বন্ধুর সাথে ঘুরছিল সে কথাটি এসে তাদেরকে বলে। তারা দুইজন শুনে বলে এই ঘটনা তো আমাদের কিছুদিন আগে ঘটেছিল। তাই তারা এই ঘটনাটি বুঝতে পারে যে। ভালো পথে গেলে ভালো হয় ।আর খারাপ পথে যায় যদি তাহলে খারাপ পথেই নেমে আসে। তাই তারা এই কথাটি বুঝতে পারল সেই জন্যেই সেই পথে তারা আর যাতায়াত করে না।