স্বাধীনতা মানে

in #writing7 years ago

images (4).jpeg

স্বাধীনতা মানে...
রক্তের প্লাবন, নয়ন ভরা জল
মায়ের কান্না, বেদনার বিওগল।
দু' লক্ষ বনের ইজ্জতের বদলা,
বিধবার আর্তনাদ-ব্যথার অনল!!

স্বাধীনতা মানে...
যুদ্ধ বিধ্বস্ত সেতু, কারখানার কল,
ধ্বংস স্তুপ, সর্বশান্ত সহায় সম্বল।
বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, গণকবর,
শোষকের হিংসার বিষাক্ত ছোবল!!

স্বাধীনতা মানে...
মাতৃভুমির স্বদেশ প্রিয় মুক্তিপাগল,
বুলেট বুকে বিদ্রোহী জনতার ঢল।
দূর্জয় শপথ মুক্তি সংগ্রাম,
পরাজিত পাক হানাদার, শত্রু সকল।

স্বাধীনতা মানে...
একটি মানচিত্র, বিশ্বে গৌরবোজ্জ্বল
লাল সবুজের পতাকা উড়ে জ্বল জ্বল
একটি জাতীয় সঙ্গিত, বিজয় দিবস,
জাতীয় পরিচয়, পাখী, ফুল-ফল!!

স্বাধীনতা মানে...
সুজলা-সুফলা,শস্য-শ্যামলা,
সাগর, নদী, পাখীর কোলাহল।
আমার প্রিয় সোনার বাংলাদেশ,
স্বপ্নের লালিত, সোনালী ফসল!!

স্বাধীনতা মানে...
বীর মুক্তিযোদ্ধা, জাতি গর্ব-বল
দেশ গরতে সামনে এগিয়ে চল।
নহে কেহ স্বাধীনতার বিপক্ষ শক্তি,
সকল বাংলাদেশীই একদল!!

Sort:  

This post has received a 0.39 % upvote from @drotto thanks to: @nahin9.

You got a 0.50% upvote from @emperorofnaps courtesy of @nahin9!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105501.72
ETH 3331.30
SBD 4.03