Writing short story (part 2)

in #writing7 years ago (edited)

হঠাৎ তিথির আগমন


Source

তূর্যঃ কোন অসুবিধা নেই।আপনি পাশের ঘরটাই যেয়ে সুয়ে পড়ুন ।
তিথিঃআচ্ছা।(তিথির পাশের ঘরে প্রবেশ)
তূর্যঃ(তিথির রুমে প্রবেশ চা এর কাপ হাতে ) গুড মর্নিং
তিথিঃ(তিথির হুরমুর করে ঘুম থেকে উঠা) গুড মর্নিং আরে আপনি কেন চা নিয়ে আশ্তে গেলেন আমি নিজেই চা বানাইতাম।
তূর্যঃইটস ওকে ।
তিথিঃ আপনার ফোন টা একটু দিবেন? নিলয় কে একটু ফোন করতাম।
তূর্যঃ সিওর
তিথিঃ থ্যাংকইউ (তিথির নিলয়কে কন্টিনিউয়াসলি ফোন দেয়া) কিন্তু ফোন বন্ধ পাওয়া।
তূর্যঃআপনি পেরেশান হবেন না। আমার মনে হয় আপনার বয়ফ্রেন্ড আসবে না ।আপনি বরং বাসাই চলে যান।
তিথিঃ (অনেক জোরে কান্না) আমি এখন কি করব আমি আর বাড়ী ফিরে যেতে পারব না। আমি এখন কি করব?
তূর্যঃআপনি কাদবেন না সব ঠিক হয়ে যাবে।
তিথিঃ আমি চলে যাচ্ছি।
তূর্যঃআপনি এখন কোথাই যাবেন?
তিথিঃ জানিনা কোথায় যাব কিন্তু এটুকু তো জানি আপনার এখানে থাকা যাবে না।
তূর্যঃআপনার এখনি এখান থেকে যাওয়ার দরকার নেই। যদি কিছু না মনে করেন তাহলে আপনি কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারেন।যদি আপনার কোন অসুবিধা না থাকে । আমার কোন সমস্যা হবে না।(তিথির নিরবাক চোখে তাকিয়ে থাকা।)

Sort:  

This post has received a 11.73 % upvote from @booster thanks to: @jannat.

তারপর তূর্য এর সাথেই প্রেম টা হয়ে যাবে। আর এটাই এখন কার ভালবাসা। বিশ্বাস নেই সেই নজরুলের কবিতার প্রেমিক প্রেমিকাদের মত! নাটকটা আমি দেখেছি, শুধু নামটাই মনে পড়ছেনা

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 93863.56
ETH 3421.99
USDT 1.00
SBD 3.30