চেহারা দেখে মানুষ চেনা যাই না

in #writer7 years ago

সত্যি চেহারা দেখে মানুষ চেনা যাই না। ভাল এবং সুন্দর চেহারা হইলে ও তার ভিতরে মইলা থাকে । এবং একজন কাল মানুষের ও সুন্দর একটা মন থাকতে পারে । কার মন কেমন বোঝার উপাই নাই। মানুষ মাত্রই অদ্ভুদ । তবে মানুষ এমন এক জাতি একে অপরের দুক্ষে কাদে না বরং অনেকে মজা পাই । আবার অনেকে মানুষ বিপদে ফেলে মজা পাই। 

আমাদের দেশে কতো দামী দামী মানুষ আসে। অনেকে ভালো আসে । কিন্তু অনেকে জানোয়ারের  মতো কাজ ।আবার অনেক গরীব মানুষ আসে ।যারা  দীন আণে দীন খাই ।কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো ।তাদের সামর্থ্য না থাকলেও মানুকে উপকার করার চেষ্টা করে । মানুষকে কখনো অমঙ্গল কামনা করে না। আমার জীবনে কতো রকম মানুষকে দেখলাম ।মানুষ হচ্ছে সুজোক সন্ধানী  শূজোক পাইলে আপনাকে ঠকিয়া ডিবে । আপনাকে ভাবার সময় দিবে না । বিশেষ করে যারা ছিনতাই করে ওদেরকে দেখে আপনি বুজতে পারবেন না। কিন্তু আপনাকে শূজোক বুজে সব কিছু লুট করে নিবে । এজন্য চেহারা দেখে কেওকে বিশ্বাস করবেন না। সর্বদা সাবধান থাকবেন । মানুষ মাত্রই আজব জিনিস 

আমার পোস্ট টি বাস্তব এর উপরে লেখা। সবাই সাবধানে থাকবেন ।

আমার পোস্ট ভালো লাগলে কোমেণ্ট করে জানাবেন । সবাই ভালো এবং সুস্ত থাকবেন ।সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102419.62
ETH 3707.14
USDT 1.00
SBD 3.24