নারীদের পথচলা হোক আরও মসৃণ..... 👩👩👩👩👩

in #womens7 years ago

57907_women.jpg
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার আদায়ের দিন। বিশ্বজুড়ে দিবসটি আজ পালন করা হচ্ছে। বাংলাদেশের নারীরা রাজনীতি, শিক্ষা, কর্মক্ষেত্রে এগিয়ে গেলেও এখনও অর্জিত হয়নি সম্পদ ও সম্পত্তিতে তার পূর্ণ অধিকার। আজও দেশের বিভিন্ন আইনে নারী পায়নি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে স্বীকৃতি। এই অবস্থায় নারীদের পথচলা আরও মসৃণ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নেয়া হয়েছে নানা কর্মসূচি।

সরকারের পক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিবসটি উদযাপন করছে। একইসাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও দিবসটি পালন করবে।

বেগুনি রংয়ের ফুল সবখানে ফুটে থাকে তাই দিবসটি উপলক্ষে নারীর পোশাকের রং নির্ধারণ করা হয়েছে বেগুনি। যদিও সব রঙেই নারী সবসময় রঙিন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা।’
1520451200dibos.jpg
১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানায় ঝুঁকিপূর্ণ ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকরা প্রতিবাদ করেন। ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা নারীবাদী ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে এই দিনটিতে নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।

দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটি রয়েছে। বেশ কিছু দেশে শুধু নারীরা এই ছুটি পান। তবে বাংলাদেশে বিভিন্ন সংগঠন এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানালেও সেটি এখনও বাস্তবায়িত হয়নি।

দিবসটি উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গৃহশ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে। একইসময়ে সংযুক্ত মহিলা পরিষদ ‘নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ এবং গার্মেন্টসের নারী শ্রমিকদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবিতে’ “শোভাযাত্রা ও মানববন্ধন” করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সকাল ১১টায় শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাটি ডিআরইউ চত্বর থেকে জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা হয়ে আবার ডিআরইউতে আসবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বিকাল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রা ও সমাবেশ করবে। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এরমধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ কমিটির সঙ্গে যৌথ শোভাযাত্রা এবং রেডিও স্বাধীনের সঙ্গে টকশো ও ক্রিকেট ম্যাচ।

আজ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে নারী-পুরুষ সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর উইমেন’-এর। এর দর্শক থাকবেন শুধু নারী। এই আয়োজনটি করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। উইমেন ফেডারেশন এবং আদিবাসী নারী নেটওয়ার্কের আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে রয়েছে আলোচনা সভা।

কমিউনিটি ক্যান্সার সেন্টার লালমাটিয়ার ব্লক বি, ৭/৯ এই ঠিকানায় দিনব্যাপী নারীদের ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে। বিকাল তিনটায় এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুলিশ উইমেন নেটওয়ার্ক পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকাল নয়টায় একটি শোভাযাত্রা বের করবে। এটি হেডকোয়ার্টার থেকে দোয়েল চত্বর দিয়ে ঘুরে আবার হেডকোয়ার্টার্স এ ফিরবে।

Sort:  

Happy woman's day apu
plz check my bolg and upvote

Ok....
Vote for vote..... :)

nice work
keep it up

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.037
BTC 92533.17
ETH 3396.31
USDT 1.00
SBD 3.66