মেয়ে আমরা নিরাপদ নই

in #women6 months ago

download.jpeg
RIP DR. MOUMITA DEBNATH

মেয়েরা যখন নিজের দেশে নিরাপদ নয়, তখন স্বাধীন ভারত/দিবসের মানে কী.. আরে.. আমরা শুধু শুনছি, এবং "ড. মৌমিতা দেবনাথ" ইতিমধ্যেই সহ্য করেছেন.. আজ "ড. মৌমিতা" আগামীকাল আমরা অন্য কারো কথা শুনব,

এবং আমরা শুধু এই কথা বলতে থাকব..

যে, আমরা বিচার চাই, এখানে আর কিছু হবে না।

আমাদের দেশে কন্যারা নিরাপদ ও স্বাধীন বোধ না করলে আমাদের দেশ সম্পূর্ণ স্বাধীন বলে বিবেচিত হবে না।

9 আগস্ট 2024-এ, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী (PGT) ডাক্তার মৌমিতা দেবনাথকে কলেজ ক্যাম্পাসের একটি সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ময়নাতদন্তে নিশ্চিত হয় যে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই ঘটনাটি উল্লেখযোগ্য ক্ষোভ এবং দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছে যা ভারতে নারী ও ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করে।
download.jpeg

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95780.50
ETH 2701.26
SBD 0.68